Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsIND vs WI: আজ নিজেদের প্রমাণের ম্যাচ

IND vs WI: আজ নিজেদের প্রমাণের ম্যাচ

Follow Us :

সিরিজ জিতে নিয়েছে ভারত। পরপর দুটি ম্যাচ হেরে বসে আছে, ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার, সিরিজের শেষ ম্যাচ। ক্যারাবিয়ান দলের কাছে সম্মান বাঁচানোর লড়াই। অন্তত একটা ম্যাচ ওয়ানডে সিরিজে জিততে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের লক্ষ্য আরও নুতন নুতন পরীক্ষা করে দলের ক্রিকেটারদের দেখে নেওয়া। সেকথা দ্বিতীয় ম্যাচ জেতার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেই রেখেছেন। এটাও বলেছেন, তৃতীয় ম্যাচে দলে ফিরবেন ওপেনার শিখর ধাওয়ান।

এর পরের মাস থেকেই একের পর এক আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট। তারজন্য এখন থেকে প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:Wriddhiman Saha: ব্যক্তিগত কারণে,খেলবেন না রঞ্জিতে !

দেশের নয়া নেতা রোহিত আরও কিছু বলেছেনঃ ” আমরা কিছু নতুন পরিকল্পনা চেষ্টা করতে চাইছি। তাতে ম্যাচ হারলে কিছু ভাবতে চাই না। বড় লক্ষ্যে পৌঁছতে , এসব পরিকল্পনা সাজানো জরুরী। টিম কম্বিনেশন এসব কারণে আরও শক্তিশালী হবে “।

নয়া পরিকল্পনা:

এই ম্যাচে চূড়ান্ত একাদশে ফেরানো হতে পারে কুলদীপ যাদব। অস্ত্রোপচার করে এই স্পিনারটি আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কয়েক মাস বাইরে রয়েছেন।
দুটি ম্যাচে যজুবেন্দ্র চাহাল আর ওয়াশিংটন সুন্দর স্পিন জুটি ভালো পারফর্ম করে দেখাতে পেরেছে। পরপর ম্যাচ রয়েছে সামনের কয়েক মাসে। তাই আরও একজন তৃতীয় স্পিনারকে ম্যাচ উইনার হিসেবে পেতে চায় টিম ম্যানেজমেন্ট। কুলদীপ সেটা করে ফেললে , টিম ম্যানেজমেন্ট নয়া ভাবনায় এগুতে পারবে।

কোহলি – রোহিত পারেন দলের সাফল্য ধরে রাখতে।

চিন্তায় মিডল অর্ডার:

এখনও বিরাট কোহলি নিজের ছন্দ ফিরে পাননি। শুরু করছেন ব্যাটের মাঝখান দিয়ে খেলা, বল খুঁজে পাচ্ছে – ফিল্ডার গ্যাপ দেখে। কিন্তু অফ স্টাম্পের বাইরের বলে বা শর্ট লেংথের বলে চ্যালেঞ্জ নিয়ে ব্যাট চালিয়ে বিপদে পরে চলেছেন। তিনি নিজেও জানেন, অধিনায়কত্ব ছেড়েছেন নিজের ব্যাটিং ছন্দ ফিরে পেতে।

আগের ম্যাচে কে এল রাহুল আর সূর্যকুমার যাদব কিছুটা ছন্দে ফিরেছেন, কিন্তু আরও বড় রানের ইনিংস খেলতে হবে। ঋষভ পন্থ ধারাবাহিক ভালো খেলে যেতে পারছে না। শ্রেয়স আয়ার কোভিড -১৯ রোগে আটকে পড়ে আছেন। তিনি দলে ফিরলে দেখা দরকার ব্যাটিং কতোটা মজবুত হয়।

ক্যারিবিয়ান কর্ম:

এই দলেরও দরকার টিমকে জয়ের রাস্তায় ফেরানো। এই সিরিজ হেরে গেছে তারা। ঝাঁপিয়ে পড়ে একটা জয় পেতে চায়। ভারতীয় ব্যাটিংকে ২৫০ রানের কমে আটকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কাজের কাজ করেছে। নির্দিষ্ট লক্ষ্যে বল করে গেছে। ধারাবাহিকতা রয়েছে। ব্যর্থ ব্যাটসম্যানরা। এখনও পর্যন্ত ৫০ ওভার ব্যাট করতে পারেনি।।

দ্বিতীয় ম্যাচে চোটের জন্য দলের অধিনায়ক পোলার্ড খেলতে পারেন নি। বাকি নিকোলাস পুরান , সাই হোপ আর আকেল হোসেইনদের ব্যাটে সফল হতে হবে। না পুরান , না হোপ – কেউ এখনও সফল হতে পারেননি। এই ম্যাচ তাঁদের কাছেও নিজেদের প্রমাণ করার ম্যাচ।

বোলারদের মধ্যে জ্যাসন হোল্ডার দলের পেস বোলিংকে নেতৃত্ব দিয়ে চলেছেন। কেমার রোচ আর আলজারি জোসেফ সঙ্গ দিয়েছেন।

এই ম্যাচ তাই অন্য অনেক লড়াই উপভোগ করার ম্যাচ হতে যাচ্ছে। বাকি আর কয়েক ঘন্টা।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53