Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsফের ধস আতংক কলকাতায়

ফের ধস আতংক কলকাতায়

Follow Us :

কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের মধ্যে ফের ফিরে এল ধস আতংক। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) লাগোয়া কৈখালি (Kaikhali) এলাকায়। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের (New Garia to Airport Metro Rail Project) যে কাজ চলছে সেই কাজের দরুণ কৈখালি এলাকায় মূল ভিআইপি রোডের (VIP Road) পাশে থাকা সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে। যেদিকে ফুটপাতে ধস নেমেছে, তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতংকিত হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ফটকের সামনের ফুটপাতে ধসের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এদিকে যে আবাসনটি সেখানে আছে, তার গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এই ধসের জেরে। দাবি করা হচ্ছে, মেট্রোর কাজের জন্যে যে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তার জেরেই এই ধস নেমেছে। ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সেই মতোই স্টেশন তৈরির কাজ চলছে। সার্ভিস রোডে সেই স্টেশনের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের জন্যে স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular