Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPele:একের পর এক কেমোথেরাপি চললেও, হাসিখুশি তারকা ফুটবলারটি

Pele:একের পর এক কেমোথেরাপি চললেও, হাসিখুশি তারকা ফুটবলারটি

Follow Us :

ফুটবল সম্রাট পেলে কেমন আছেন? তিনি স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে তাঁর পাশে দেখা যাচ্ছে ৮১ বছরের তারকা ফুটবলারটির স্ত্রী মার্সিয়া এওকিকে। ছবিটির সঙ্গে কয়েকটি লাইন যোগ করেছেন। তাতে তিনি লিখেছেন, তিনি ভালো আছেন। কোলন ক্যান্সারের সঙ্গে চলছে তাঁর লড়াই।

আরও পড়ুন:ফুটবল ফেডারেশনের ভোটের সন্ধানে ইস্ট বেঙ্গল মাঠে বাইচুং ভুটিয়া

তিনবারের বিশ্বকাপ বিজয়ী পেলে সাও পাওলোতে কোলন থেকে টিউমার বাদ দেওয়ার পর ( গত বছর সেপ্টেম্বরে) কেমোথেরাপি নিয়েই চলেছেন।

গোটা দুনিয়ায় তাঁর ভক্তদের আশ্বস্ত করেছেন, তিনি এসব সামলে ভালো আছেন। ছবিতে তাঁকে হাসি মুখে দেখা যাচ্ছে। এই ছবি তোলা হয় , সাও পাওলো শহরের কিছুটা বাইরে তাঁদের বাড়ি গুয়ারুজাতে।

তিনি পোস্টে লিখেছেন, ‘এই ছবি আপনাদের সকলের জন্য পাঠাচ্ছি, শুধু সকলকে ধন্যবাদ জানাতে। আমি কৃতজ্ঞ যে এই সময় আমার পাশে আমার স্ত্রী আছে। হাসি খুশিতে ভরা আমার বাড়ি। আপনাদের সব শুভেচ্ছা বার্তা পেয়ে অভিভূত। আমি ভালো আছি। শরীরের যত্ন নিচ্ছি।’ গত ফেব্রুয়ারি মাসে প্রস্রাবের নালীতে সংক্রমণ ধরা পড়ায় প্রায় দুটি সপ্তাহ হাসপাতালে ছিলেন।

আজও সকলের তাঁর ফুটবল দক্ষতাকে কুর্নিশ জানায়। সর্বকালের সেরা তিনি। ১৩৬৩ টি ম্যাচে করে রেখেছেন ১২৮১ টি গোল! যা আজও বিশ্ব রেকর্ড। পেশাদার ফুটবলার হয়ে খেলেছেন, ২১টি বছর। ব্রাজিলের হয়ে খেলেছেন ৯১ টি ম্যাচ। আর তাঁর নামের পাশে আছে, ৭৭ টি আন্তর্জাতিক ম্যাচে করা গোল।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular