Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSourav Ganguly: বোর্ড সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে নয়া চমক!

Sourav Ganguly: বোর্ড সভাপতির সোশ্যাল মিডিয়া পোস্টে নয়া চমক!

Follow Us :

ইনস্টাগ্রাম নিজে ব্যবহার করেন। পোস্ট নিজেই করেন। তুলনামূলকভাবে টুইটারে বেশি সক্রিয় নন। ফেসবুকেও নন। কিন্তু মঙ্গলবার বিকেল কেটে সন্ধ্যা আসার মুখে ৬ টি বাক্যের একটি পোস্ট তিনটি মাধ্যমে করে বসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাতেই ভাইরাল হল তা। গুজবের ফানুস প্রবল বেগে আকাশে ভাসতে থাকল। তাতেই রটনা ঘিরে ধরলো সকলকে। তাহলে কি নুতন ইনিংস শুরু করছেন সৌরভ? সরে দাঁড়াচ্ছেন বিসিসিআই সভাপতি পদ থেকে? তাহলে কি রাজনীতিতে? এবার তাহলে সাংসদ?

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এসব কী করছেন!

বার্তা রটিল বটে, তবে এই বার্তা এভাবে না রটিলেই ভালো হত। কি লেখা মিললো সৌরভ গঙ্গোপাধ্যায়ের এইসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে? ছয়টি বাক্যের এই পোস্টে আছে ক্রিকেটের কথা। ” ২০২২ মানে ৩০ বছর হয়ে গেল, ক্রিকেটের সঙ্গে চলা। ১৯৯২ সালে যা শুরু হয়েছিল। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এই ক্রিকেটই আপনাদের সকলের সমর্থন এনে দিয়েছে। এই যাত্রা পথে প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই , কারণ সেই সমর্থন নিয়ে আজ আমি এই জায়গায়। আজ আমি এমন কিছু করার পরিকল্পনা নিলাম, যা হয়তো আরও বেশি মানুষকে সাহায্য করবে। আমার আশা এই নুতন পর্বে আপনাদের একই সমর্থন পাব’।

এমন লেখা পোস্ট হতে তোলপাড় শুরু হয়, রটতে শুরু করে, সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের দায়িত্ব ছাড়ছেন। এমনকি, কিছু টিভি নিউজ চ্যানেলে সৌরভের নুতন ইনিংস ‘ সাংসদ’ হয়ে শুরু হচ্ছে বলে লাইভ শো চলতে থাকে।

এমনটা হতে পারে, সৌরভের সঙ্গী সাথীরা বীরেন রায় রোড অফিসে বসে ভাবতেই পারেননি। বোর্ডের সচিব থেকে শুরু করে অনেক প্রথম সারির কর্তারা এই পোস্ট দেখে সৌরভকে ফোন করতে থাকেন। মেসেজ করতে থাকেন। শেষমেষ বোর্ড সচিব জয় শাহ কথা বলেন বোর্ড সভাপতির
সঙ্গে। তিনি বুঝতে পারেন, এটি ব্র্যান্ড বাজারে হয় কয়েক বোর্ড সভাপতির প্রমোশনাল পোস্ট। এরপর নিউজ এজেন্সিকে বোর্ড সচিব জানান, ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ রটনা।

পরে সৌরভ প্রচার মাধ্যমের সামনে নিজেই বলেন , এটা একটা ব্র্যান্ড প্রমোশনাল পোস্ট। একটি অনলাইন পড়াশুনার অ্যাপ তিনি লঞ্চ করতে চলেছেন। অন্য কিছু নয়।

বোর্ডের একাংশ হতবাক। এভাবে বোর্ড সভাপতি একটি ব্র্যান্ড প্রমোশন পোস্ট করে যা করলেন , তা অভিনব। বোর্ড সভাপতি পদটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই পদে বসে, এমনভাবে বাণিজ্যিক কাজকর্ম করতে থাকাটা সকলের চোখে লেগেছে।

সৌরভ নিজে এমনটা করেছেন , আমার মনে হয় না। যে সংস্থা এই এডু অ্যাপটিতে সৌরভের সঙ্গে চুক্তি করেছে ( ক্লাস প্লাস) , তারা এমন একটা কিছু করে বাজার গরম করতে চেয়েছিল। সেটা মার্কেটিং পলিসি হতেই পারে। কিন্তু তাতে সৌরভ রাজি হয়ে গেলেন! মনে রাখতেই পারলেন না, তিনি দেশের ক্রিকেট সংস্থার সর্বময় কর্তা!

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular