Placeholder canvas

Placeholder canvas
HomeদেশOsama Bin Laden: অফিসে লাদেনের ছবি, উত্তরপ্রদেশে চাকরি খোয়ালেন বিদ্যুৎ দফতরের কর্মী

Osama Bin Laden: অফিসে লাদেনের ছবি, উত্তরপ্রদেশে চাকরি খোয়ালেন বিদ্যুৎ দফতরের কর্মী

Follow Us :

লখনউ: দেওয়ালে টাঙানো ওসামা বিন লাদেনের ছবি৷ নীচে লেখা, শ্রদ্ধেয় ওসামা বিন লাদেন৷ কোনও সন্ত্রাসবাদী ডেরায় নয়, উত্তরপ্রদেশের বিদ্যুৎ দফতরের অফিসের দেওয়ালে শোভা পাচ্ছিল জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতার ছবি৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটা জানাজানি হতেই চমকে গিয়েছেন নেটিজেনরা৷ আসলে দফতরের এক কর্মচারী ওসামা বিন লাদেনের ভক্ত৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের মাস্টারমাইন্ডকে তিনি বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়র মনে করেন৷ তাই বলে অফিসে লাদেনের ছবি! ভেবেই ছিছিক্কার শুরু হয়েছে নেট পাড়ায়৷ ঢি ঢি পড়ে যায় অফিসেও৷ এই কাজের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই কর্মচারীকে৷ তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷

উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ লিগম লিমিটেডের (ডিভিভিএনএল) সাব ডিভিশনার অফিসার পদে কাজ করতেন রবীন্দ্র প্রকাশ গৌতম৷ তিনিই অফিসে লাদেনের ছবি ঝুলিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেন৷ তাঁর চোখে, লাদেন বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়র৷ সোশ্যাল মিডিয়া মারফত সেই খবর কানে পৌঁছতে সাব ডিভিশনাল অফিস পরিদর্শনে যান দফতরের উচ্চ আধিকারিকরা৷ গিয়ে জানতে পারেন, এটা কোনও গুজব নয়৷ সত্যিই ওই সাব ডিভিশনার অফিসার নিজের অফিসে লাদেনের ছবি টাঙিয়ে রেখেছেন৷ ছবির নীচে লেখা, শ্রদ্ধেয় ওসামা বিন লাদেন, বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়র৷ তারপরই চাকরি হারাতে হয় রবীন্দ্রকে৷

ফারুক্কাবাদের জেলাশাসক সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, ‘ছবিটি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ ডিভিভিএনএলের ম্যানেজিং ডিরেক্টর ওই সাব ডিভিশনার অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করেন৷ তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে৷’ বরখাস্ত হওয়ার পর ওই কর্মচারীর সাফাই, ‘যে কেউ পূজনীয় হতেই পারে৷ ওসামা বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়র ছিলেন৷ ছবি সরিয়ে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমার কাছে আরও কপি আছে৷’ যদিও রবীন্দ্র প্রকাশ গৌতমের কাজকে সমর্থন করেননি নেটিজেনদের একটা বড় অংশ৷ তাদের বক্তব্য, পূজনীয় যে কেউ হতে পারে ঠিকই৷ কিন্তু যারা গঠনমূলক কাজের চেয়ে ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী, এমন ব্যক্তিদের আদর্শ মনে করা বোকামি৷

আরও পড়ুন: Bihar: জাতির ভিত্তিতে সমীক্ষা হবে বিহারে, তেজস্বীকে পাশে বসিয়ে ঘোষণা নীতীশের

RELATED ARTICLES

Most Popular