Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরজঙ্গলবুকের 'বাঘিরার' দেখা মিলল বক্সার জঙ্গলে

জঙ্গলবুকের ‘বাঘিরার’ দেখা মিলল বক্সার জঙ্গলে

Follow Us :

আলিপুরদুয়ার : জঙ্গলবুকে মোগলির বন্ধু বাঘিরাকে মনে পড়ে? এবার বক্সার জঙ্গলে ফের হদিশ মিলল সেই ব্ল্যাক প্যান্থারের। ২০২০-র জানুয়ারির পর ফের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে পূর্ণ বয়স্ক ব্ল্যাক প্যান্থারের ছবি।

বৈজ্ঞানিকভাবে এদের মিলেনিস্টিক লেপার্ড বলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আদতে এই ব্ল্যাক প্যান্থাররা লেপার্ড। কিছু কিছু লেপার্ড কালো হয়। মিলেনিস্টিক এই লেপার্ড যাকে কেউ কালো চিতা আবার কেউ ব্ল্যাক প্যান্থার বলে থাকে। কালো, হলুদ ডোরাকাটার বদলে, জিনগত পরিবর্তনের কারণে এদের শরীর সম্পূর্ণভাবে কালো রঙের হয়ে যায়। বংশানুক্রমে কালো লেপার্ডের বংশ বৃদ্ধিও হয়। যাকে আসলে অনেকেই ব্ল্যাক প্যান্থার বলেন।

আরও পড়ুন : মরশুমের শুরুতেই সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা

দিনের আলোতে এদের প্রায় দেখা পাওয়া যায় না বললেই চলে। রাত নামতেই শিকারের খোঁজে বের হয় এই ব্ল্যাক প্যান্থাররা। তবে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন নির্দিষ্ট জায়গায় ওই কালো চিতার দেখা মিলেছে, তা নিরাপত্তার স্বার্থেই জানাতে চায়নি বনদফতর। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হোয়াটস্অ্যাপ গ্রুপে বাঘিরার ছবি প্রকাশ করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা।

বক্সার জঙ্গলে ব্ল্যাক প্যান্থার
RELATED ARTICLES

Most Popular