Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরখরস্রোতা তোর্সায় তলিয়ে যাওয়া দুই বোনের দেহ উদ্ধার

খরস্রোতা তোর্সায় তলিয়ে যাওয়া দুই বোনের দেহ উদ্ধার

Follow Us :

আলিপুরদুয়ার : একটানা বৃষ্টিতে অশান্ত হয়ে উঠেছে উত্তরবঙ্গের দুই নদী তিস্তা ও তোর্সা। এই দুই পাহাড়ি নদীতেই বিপদ সীমার উপর বইছে জল। এমন সময় আলিপুরদুয়ারের জয়গাঁয় ভয়ঙ্কর রূপ নেওয়া তোর্সায় ভেসে গিয়েছিল দুই বোন। স্পিডবোট, ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। অবশেষে তোর্সা নদীর থেকে দেড় কিলোমিটারের ব্যবধানে খোঁজ মিলল দেহের।

সোমবার থেকে পাহাড়ে অতিভারী বৃষ্টি চলছে। ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা, তোর্সা, জলঢাকা। প্রতিটি নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল দুই বোন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই পাড় ভেঙে যাওয়ায় স্রোতে ভেসে গিয়েছিল দুই বোন। বছর ৮-এর মণীষা খাতুন ও বছর ১০-এর রূপসা খাতুন।

আরও পড়ুন : ভারী বৃষ্টি ধস, বন্ধ দার্জিলিং-শিলিগুড়ি টয় ট্রেন সাফারি

ভুটান সীমান্তবর্তী জয়গাঁর ছোট মেচিয়াবস্তির দুই বোনের খোঁজে নামানো হয় স্পিডবোট। খরস্রোতা তোর্সায় নামেন ডুবুরিরা। চলছিল তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার খুঁজে পাওয়া যায় ওই দুই বোনের দেহ। দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

RELATED ARTICLES

Most Popular