Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsবাড়ির ছাদে হোমযজ্ঞের আয়োজন, তবুও গ্রেফতারি এড়াতে পারলেন না কেষ্ট

বাড়ির ছাদে হোমযজ্ঞের আয়োজন, তবুও গ্রেফতারি এড়াতে পারলেন না কেষ্ট

Follow Us :

বোলপুর: এমনিতেই শরীরে ব্যথা বেদনার শেষ নেই৷ শ্বাসকষ্ট থেকে ফিসচুলা, কী না রোগ নেই৷ তার উপর গরুপাচার কাণ্ডে বার বার সিবিআইয়ের তলব মাথাব্যথা বাড়িয়ে দেয়৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ভালোমত বুঝতে পেরেছিলেন, সময়টা তাঁর ভালো যাচ্ছে না৷ সম্ভবত গ্রহরাজ শনির কুদৃষ্টি পড়েছে বাড়িতে৷ দেবগ্রহ বৃহস্পতিও সহায় হচ্ছে না৷ জীবনে যেন রাহুর গ্রহণ লেগে গিয়েছে৷ জ্যোতিষীদের সঙ্গে পরামর্শ করে গ্রহদের তুষ্ট করতে বাড়িতে হোমযজ্ঞের আয়োজনের প্রস্তুতি শুরু করেছিলেন কেষ্ট৷ আগামী সপ্তাহে বোলপুরের বাড়িতে হোমযজ্ঞ করার কথা ছিল৷ কিন্তু তার আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত৷ অধরা থেকে গেল তাঁর হোমযজ্ঞ৷

বিরোধীদের উদ্দেশ্যে ‘শুটিয়ে লাল করে দেব’ গোছের মন্তব্য করা অনুব্রত মণ্ডল মা কালীর প্রচণ্ড ভক্ত৷ মাঝে মাঝেই তাঁকে তারাপীঠে পুজো দিতে দেখা যায়৷ তৃণমূল নেতার ঘনিষ্ঠরাই জানিয়েছেন, প্রতিদিন সকালে নিয়ম মেনে পুজো করেন অনুব্রত৷ তারপরই বাড়ি থেকে বের হন তিনি৷ জ্যোতিষশাস্ত্রে তাঁর অগাধ আস্থা৷ দু’হাতের আট আঙ্গুলে রয়েছে পোখরাজ, চুনি, ক্যাটস আই, পান্নার মতো দামি দামি রত্ন৷ এত পুজো অর্চনা ও গ্রহরত্ন ধারণ করেও সিবিআই নামক ‘ফাঁড়া’ গত একবছর ধরে তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে৷ সম্প্রতি গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের তৎপরতা বাড়তেই গ্রেফতারির আশঙ্কা করতে থাকেন অনুব্রত৷ বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর মনে ভয় বাসা বাঁধে৷ তাই সিবিআই জুজু তাড়াতে ১৫ অগাস্ট বাড়িতে হোমযজ্ঞের আয়োজন করার নির্দেশ দেন কেষ্ট৷

কথায় বলে, কর্তায় ইচ্ছায় কর্ম৷ সেই মতো বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়ির ছাদে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে যায়৷ অনুব্রত ওই দিন বাড়িতে নারায়ণ পুজো করতে চেয়েছিলেন৷ যদিও কেষ্টর ঘনিষ্ঠরা জানিয়েছেন, দোষ কাটাতে হোমযজ্ঞ হওয়ার কথা ছিল৷ তবে সিবিআইয়ের তৎপরতা দেখে ততদিন পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সিকে ঠেকিয়ে রাখাই কার্যত চ্যালেঞ্জ ছিল কেষ্টর৷

RELATED ARTICLES

Most Popular