Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরDSP Gas Leak: ‘ঝাঁঝালো গন্ধে মাথাটা চক্কর দিয়ে উঠল, প্রাণভয়ে পালিয়ে এলাম’

DSP Gas Leak: ‘ঝাঁঝালো গন্ধে মাথাটা চক্কর দিয়ে উঠল, প্রাণভয়ে পালিয়ে এলাম’

Follow Us :

দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানায় কার্বন-মনোক্সাইড গ্যাস লিক (DSP Gas Leak) করে বিপত্তি। মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। গুরুতর অসুস্থ আট শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা দুর্গাপুরের (Durgapur) বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ফার্নেসে তখন কাজ করছিলেন রামকুমার মাহাত নামে এক শ্রমিক। রামকুমারের কথায়, ‘সকাল সাড়ে এগারোটা নাগাদ হাঁড়ির ভিতর (Durgapur Steel Plant) কাজ করছিলাম আমরা জনা দশেক। হঠাৎই ঝাঁঝালো গ্যাসের গন্ধ পাই। মুহূর্তে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। আমার সহকর্মীদের দেখলাম, অনেকে মাটিতে পড়ে গেল। কেউ কেউ কথা বলারও শক্তি হারিয়ে ফেলেছিল। ওদের দেখে আমার বেশ ভয় লেগে গেল। কোনওরকমে টলতে টলতে পালিয়ে এসেছি। হাঁড়ির ভিতর ঢুকে কাজ করতে গেলে সমস্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। সেসব থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, বুঝতে পারছি না।’

আরও পড়ুন: DSP Gas Leak: দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক, মৃত ৩

ঘটনার পর ডিএসপি হাসপাতালের বাইরে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিক ও কর্মচারীরা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অবিলম্বে মৃতদের পরিবার পিছু একজন সদস্যের চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আইএনটিটিইউসি। বারবার কেন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ মুখ না খুললেও শ্রমিক সংগঠনের সমস্ত দাবি মেনে নিয়েছে। পঞ্চাশের দশকে গড়ে ওঠা দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণের কথা বহুদিন ধরে বলে আসছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে সংগঠনগুলির অভিযোগ।

RELATED ARTICLES

Most Popular