Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরParesh Adhikary: অঙ্কিতা অধিকারীকে বরখাস্তের নির্দেশ পৌঁছল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে

Paresh Adhikary: অঙ্কিতা অধিকারীকে বরখাস্তের নির্দেশ পৌঁছল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে

Follow Us :

মেখলিগঞ্জ: মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার ব্যাপারে আদালতের নির্দেশ পৌঁছল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে। সোমবার ডিআই অফিস ওই নির্দেশ পাঠিয়ে দেয় অঙ্কিতার স্কুলে। ওই নির্দেশে অঙ্কিতার বেতন বন্ধের কথাও বলা হয়েছে।

এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার হাইকোর্ট রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। বলা হয়, অঙ্কিতা যেন নিজেকে শিক্ষিকা বলে পরিচয় না দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঙ্কিতা-সহ আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের কাউকেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। ফেরত দিতে হবে সব বেতন। দুটো কিস্তিতে মেটাতে হবে টাকা। ৭ জুন এর মধ্যে প্রথম কিস্তির টাকা দিতে হবে। ৭ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা শোধ করতে হবে।

এর ঠিক চার দিনের মাথায় সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শক সমর চন্দ্র মণ্ডল হাইকোর্টের এই নির্দেশ পাঠান মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে। এদিন নির্দেশ পাঠানোর পর সমর চন্দ্র মণ্ডল জানান, অঙ্কিতা অধিকারীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মতোই আমরা স্কুলের প্রধান শিক্ষিকাকে বেতন বন্ধের নির্দেশ জানিয়ে দিয়েছি।

আরও পড়ুন- Calcutta High Court: বোর্ড গঠন হয়নি, আসানসোলের মেয়রকে ৫ লক্ষ টাকা জরিমানা করার দাবি হাইকোর্টে

RELATED ARTICLES

Most Popular