Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsJangipur Hospital: নার্সের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা হাসপাতালে

Jangipur Hospital: নার্সের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা হাসপাতালে

Follow Us :

জঙ্গিপুর: নার্সের গাফিলতিতে পাঁচ মাসের শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল হাসপাতালে৷ সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালের ঘটনা৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে ‘ভুল বোঝাবুঝি’র তথ্য তুলে ধরেছে৷ 

সূত্রের খবর, সাগরদিঘি থানার চাঁদপাড়ার বাসিন্দা পারুল বিবি পাঁচ মাসের ছেলেকে নিয়ে সোমবার সকালে হাসপাতালে আসেন৷ কিন্তু, কর্তব্যরত নার্সের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পারুল বিবি৷ পরে কর্তব্যরত নার্স বাচ্চার হাতে চ্যানেল করে ইঞ্জেকশন করা হয়। তার কিছুক্ষণ পরে বাচ্চাটি মারা যায়। এ খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিস বাহিনী।

যদিও পরিবারের অভিযোগ, নার্সের গাফিলতিতে ওই শিশুর মৃত্যু হয়েছে। উত্তেজনার খবর সংগ্রহ করতে গিয়ে জঙ্গিপুর হাসপাতালে সুপার সায়ন দাসের ক্ষোভের মুখে পড়েন কলকাতা টিভি ডিজিটালের প্রতিনিধি।  উত্তেজনার ছবি, ভিডিও তোলা থাকলেও তা ডিলিট করে দেওয়া হয়। পরে মোবাইল ফেরত দেয় হসপিটালের সুপার।

আরও পড়ুন-নাগাল্যান্ডে সেনার গুলিতে নিহতদের পরিবারকে ১১ লক্ষ টাকা দেবে কেন্দ্র

জঙ্গিপুর হাসপাতালের সুপার সায়ন দাস বলেন, ‘সকালে একটি শিশু ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর ইঞ্জেকশন দেওয়ার জন্য হাতের শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই, চ্যানেল করে ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু, ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের লোকজন জানেন না চ্যানেল করা আর ইঞ্জেকশন করা দুটোই সমান না। এই ভুল বোঝাবুঝির কারণেই হাসপাতালে অল্প উত্তেজনা ছড়ায়।

RELATED ARTICLES

Most Popular