skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeজেলার খবরAbhishek Banerjee: অভিষেককে ‘খোলা চিঠি’, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে জলঘোলা

Abhishek Banerjee: অভিষেককে ‘খোলা চিঠি’, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে জলঘোলা

Follow Us :

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম থানায় বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ দায়ের করলেন বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাস। অভিযোগ, বালুরঘাট টাউন তৃণমূল সভাপতির লেটারহেড প্যাড নকল করে কে বা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়ে একটি চিঠি লিখেছে। যেখানে বালুরঘাট শহরের বেশ কিছু তৃণমূল নেতা-নেত্রীর নামে অভিযোগ তোলা হয়েছে। যদিও বিমানবাবু নির্দিষ্ট কারও নামে অভিযোগ করেননি।

এই চিঠি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবাবুর অভিযোগ, একটি পুরনো প্যাড স্ক্যান করে টেম্পার করে, কে বা কারা ওই চিঠি লিখেছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বিমান দাস বালুরঘাট থানায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তৃণমূল ও তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করেছে বিরোধীরা। তাই এই ঘটনার সুবিচার পেতে তিনি পুলিসের দ্বারস্থ হয়েছেন বলে বিমানবাবু জানান।

ভাইরাল হওয়া এই চিঠিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে জেলা তৃনমূলের অন্দরে। চিঠিতে লেখা হয়েছে, বিজেপি নয়, বিধানসভা ভোটে তৃণমূলই তৃণমূলকে হারিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনই খোলা চিঠি লেখা হয়েছে বালুরঘাট টাউন তৃণমূল সভাপতির নকল প্যাডে, এমনটাই অভিযোগ। বুধবার সকাল থেকে ওই চিঠি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর যাকে ঘিরে তুমুল হইচই পড়ে গোটা জেলায়।
পুরভোটের আগে দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিষেককে লেখা ওই খোলা চিঠি সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। যদিও বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি বিমান দাসের দাবি, পুরভোটের আগে ভুয়ো একটি চিঠি ছড়িয়ে দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়ে ফায়দা লুটতে চাইছে বিরোধীরা।

আরও পড়ুন- Subhendu Adhikary case: শুভেন্দুর নিরাপত্তা নিয়ে রাজ্য ও সিআইএসএফের হলফনামা তলব আদালতের

৭ জানুয়ারি লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন এক মন্ত্রী ও তাঁর পুত্রবধূর বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়। বিধানসভা ভোটে দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ও। অভিযোগ বিমানবাবুর বয়ানে যেখানে লেখা রয়েছে, আমি ছয়মাস ধরে এই পদে নিযুক্ত হয়েছি। বিগত দিনে বালুরঘাট শহরে যাঁরা দলের দায়িত্বে ছিলেন তাঁরা সঠিকভাবে কাজ না-করায় বালুরঘাটে তৃণমূলের খারাপ ফল হয়েছে। শহরের প্রাক্তন তৃণমূল সভাপতি প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর অনুগামী হিসাবেই পরিচিত। তাই ভোটে শঙ্কর চক্রবর্তী টিকিট না-পাওয়ায় তিনি উলটো ভোট করেন। আগামী খুব অল্প সময়েই পুরসভা নির্বাচন। বালুরঘাটে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। পুরসভার চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে একে অপরকে কাদা ছুড়তেও কেউ পিছপা হচ্ছেন না।

বিশেষ করে জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে তিনি আগামী দিনে বালুরঘাট পুরসভার চেয়ারপার্সন হতে চলেছেন। বেশ কিছু ওয়ার্ডে তিনি আলাদা একটা গোষ্ঠী তৈরি করার চেষ্টাও করছেন। প্রদীপ্তা চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর পুত্রবধূ। তাই প্রশাসনের পূর্ন সমর্থন তাঁর দিকে থাকে। আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
যদিও বিমান দাসের দাবি, ওই চিঠিটি ভুয়ো। পুরভোটের আগে একটি নকল চিঠি ছড়িয়ে বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বকে জিইয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। এব্যাপারে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ করবেন তিনি।

জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না। সাংবাদিকের মুখ থেকেই প্রথম শুনলেন। তবে তৃণমূল একটি সর্বভারতীয় দল। দলের সিদ্ধান্তই শেষ কথা। এখানে কে কী চিঠি লিখল, তাতে কিছু যায় আসে না।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Saayoni Ghosh | Modi | মোদির নামে কী বললেন সায়নী ঘোষ?
00:00
Video thumbnail
BJP | মোদি না RSS, কে বাছবেন বিজেপি সভাপতি?
00:00
Video thumbnail
Mamata Banerjee | বৃষ্টি ভিজেই রথযাত্রার সূচনা করলেন মমতা
00:00
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
00:00
Video thumbnail
Bolpur Insident | বোলপুরকাণ্ডের নেপথ্যে 'পরকিয়া তত্ত্ব'? কী জানাচ্ছে পুলিশ?
12:56
Video thumbnail
Amarnath Yatra Rain | টানা বৃষ্টিতে থমকে অমরনাথ, চারধাম যাত্রা কবে থেকে চালু হবে?
23:36
Video thumbnail
Paper Leak | ফের পেপার লিক বিতর্ক, বড় সমস্যায় সরকার ?
02:01:50
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 LIVE | এক্সক্লুসিভ জগন্নাথ দর্শন পুরী থেকে সরাসরি
02:35:59
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
03:00:35
Video thumbnail
Suvendu | উপনির্বাচনে হারের আশঙ্কাতেই কি আগেভাগে সাফাই গাইলেন শুভেন্দু? শুভেন্দুর কথায় কিসের ইঙ্গিত?
03:24