Homeজেলার খবরRabindranath Tagore Nobel: ‘নোবেল চুরি করেছে বাংলার ছেলেরা', তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

Rabindranath Tagore Nobel: ‘নোবেল চুরি করেছে বাংলার ছেলেরা’, তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক

Follow Us :

ভাতার: শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তৃণমূল বিধায়ক বলেন, ‘রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল। সেই কারণেই বাংলার ছেলেরা সেটি চুরি করে নিয়েছিল।’

কবিগুরু জন্মদিন উপলক্ষে সোমবার ভাতার ব্লক তৃণমূল অফিসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মানগোবিন্দ অধিকারী বলেন, ‘বিজেপির নেতারা সিবিআই-সিবিআই করে লাফাচ্ছে। সিবিআই নোবেলটা খুঁজে আনিতে পারেনি। সেজন্য বাংলার পুলিসকে কাজে লাগানো হয়েছে। সিবিআই-সিবিআই করে লাফিয়ে লাভ নেই। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে জানুন, শিখুন। রবীন্দ্রনাথকে না জানলে কিছু করার নাই।’

২০০৪ সালের ২৫ মার্চ সকালে জানা যায়, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক-সহ মোট ৫০টি মূল্যবান জিনিস চুরি গিয়েছে। এই ঘটনার তদন্তের দায়িত্ব হাতে পায় সিবিআই। ২০০৭ সালের অগস্টে তদন্ত গুটিয়ে নেয় সিবিআই। ২০০৮-এর সেপ্টেম্বরে আদালতে পুর্নতদন্তের আবেদন জানায় তারা। ২০১০-এর ৫ অগস্ট আদালত সিবিআইকে সেই অনুমতি দেয়।

আরও পড়ুনShaheenbagh: শাহিনবাগে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, বুলডোজারের সামনে বিক্ষোভ স্থানীয়দের

সিবিআই সূত্রের দাবি, চুরি যাওয়া নোবেল পদক সম্পর্কে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সাহায্য চাওয়া হয়েছিল ইন্টারপোল-এর। তবে তাতেও কাজ হয়নি। এখনও উদ্ধার হয়নি রবীন্দ্রনাথের ‘চুরি’ যাওয়া নোবেল।

RELATED ARTICLES

Most Popular