Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsমালবাজারের দেখা মিলল বিরল প্রজাতির ইয়েলো পিট ভাইপারের

মালবাজারের দেখা মিলল বিরল প্রজাতির ইয়েলো পিট ভাইপারের

Follow Us :

মালবাজার: লোকালয়ে উদ্ধার লুপ্তপ্রায় ইয়োলো পিট ভাইপার সাপ।জলপাইগুড়ির মেটেলি ব্লকের মাথাচুলকা এলাকার একটি রিসর্টের পাশের গাছ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে রিসর্টের এক কর্মী সাপটিকে প্রথম দেখতে পান। একটি ঝোপে সাপটি রয়েছে। দেখামাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের সকলেই প্রথমে সাপটিকে দেখে লাউডগা সাপ বলে মনে করেন। খবর দেওয়া হয় চালসা রেঞ্জের বনকর্মীদের।

 বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার হওয়া সাপটি বিষধর ইয়োলো পিট ভাইপার, যাকে বাংলায় হলুদ বোড়া বলা হয়ে থাকে।সাপটি লম্বায় আড়াই ফিট।এরা সাধারণত চা বাগান ও পাহাড়ি এলাকায় থাকে। সাপটি কী করে গ্রামে এল তা নিয়ে চিন্তায় সকলে।

রিসর্টের জঙ্গলে লুপ্তপ্রায় ইয়োলো পিট ভাইপার

আরও পড়ুন – দু’তলা বাড়ির কার্নিশ থেকে বিড়াল নামাল দমকল

সর্পবিশারদ মিন্টু চৌধুরী বলেন, ‘এই সাপ সাধারণত গ্রামীণ বা শহর এলাকায় দেখা পাওয়া যায় না। চা বাগান এবং পাহাড়ি এলাকায় এদের দেখা মিলে। কয়েকবছর আগে বানারহাট এলাকার বন্যার সময় এই প্রজাতির একটি সাপের দেখা মিলেছিল। এরা খুবই বিষধর।এই সাপ কামড়ালে সঠিক সময় চিকিৎসা না-হলে শরীরের যে-সব জায়গায় ছিদ্র রয়েছে, সেখান থেকে রক্তক্ষরণ হতে থাকে।’

আরও পড়ুন- শেষে মানুষ খুন

১৯৯৯ সালে গরুমারা জাতীয় উদ্যানে সাপ সমীক্ষার সময় এই সাপের দেখা মিলেছিল। এরপর ২০০৫ সালে জলদাপাড়া জাতীয় উদ্যানে সাপ সমীক্ষা চলাকালীন ফের দেখা গিয়েছিল গ্রিন পিট ভাইপার ও ইয়লো পিট ভাইপারের।উত্তরবঙ্গের চার জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং এলাকায় এদের দেখা পাওয়া যায়। এই সাপটি বর্তমানে অতি বিরল এবং লুপ্তপ্রায় ।

RELATED ARTICLES

Most Popular