Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরGayeshpur Shootout: গয়েশপুরে প্রাক্তন পুলিসকর্মী খুনের নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ! মৃতের ভাইপো...

Gayeshpur Shootout: গয়েশপুরে প্রাক্তন পুলিসকর্মী খুনের নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ! মৃতের ভাইপো সহ গ্রেফতার ২

Follow Us :

কল্যাণী: নদিয়ার গয়েশপুরে প্রাক্তন পুলিসকর্মীকে গুলি করে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিস। ধৃতরা হলেন- অভিজিৎ ভট্টাচার্য ও দেবাশিস কর্মকার। এর মধ্যে দেবাশিস মৃত জনার্দন কর্মকারের ভাইপো। পুলিসের প্রাথমিক অনুমান, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। ধৃতরা সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।

বছর পঁয়ষট্টির জনার্দন গয়েশপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। শুক্রবার সন্ধেয় কুকুরদের বিস্কুট খাওয়ানোর জন্য বাড়ির সামনের রাস্তা দাঁড়িয়ে ছিলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, সেই সময়ে স্কুটি চেপে দুষ্কৃতীরা আসে। আচমকাই তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে বিরাট পুলিস বাহিনী। কী কারণে তাঁর স্বামীকে খুন করা হল, তা বুঝতে পারছেন না জনার্দনবাবুর স্ত্রী বিভা কর্মকার। এই ঘটনার পিছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা শুরু করেছে পুলিস। ওই পুলিসকর্মীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ একই সঙ্গে ধৃত দু’জনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকেরা।

আরও পড়ুনWeather Updates: ভ্যাপসা গরমের মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের

RELATED ARTICLES

Most Popular