Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরPanihati: পানিহাটি দই-চিঁড়ে মেলায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

Panihati: পানিহাটি দই-চিঁড়ে মেলায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

Follow Us :

ব্যারাকপুর: পানিহাটির মহোৎসব তলা ঘাটে দই-চিঁড়ের মেলায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার। পানিহাটি দই-চিঁড়ের মেলায় একাধিক মৃত্যুর ঘটনায় এদিন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবার মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করল রাজ্য সরকার।

পানিহাটির মহোৎসব তলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে রবিবার দুপুরে। করোনার জেরে দু’বছর মেলা বন্ধ ছিল। সেই কারণেই এই বছর মেলা শুরু হতেই প্রচুর ভিড় হয়। প্রশাসন ভিড় সামাল দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার পরেও তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় ৩ জনের। অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন।

তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। মৃতরা হলেন সুভাষ পাল, শুক্লা পাল, ছায়ারানি দাস। পানিহাটি্র ৫০৬ বছরের এই ঐতিহ্যবাহী মেলায় নিহত তিনজনেরই বাড়ি পূর্বস্থলীর যজ্ঞেশ্বরপুর এলাকায়। রবিবারের এই দুর্ঘটনার পর বিকেলে যজ্ঞেশ্বরপুর এলাকায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিডিও সৌমিক বাগচি। তাঁরা কথা বলেন পরিবারের সঙ্গে। আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন।

আরও পড়ুন- Saktigarh: নার্সের চাকরি নাপসান্দ, সদ্যোজাত-সহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন স্বামী

সুভাষ পালের ভাই ললিত কুমার পাল তিনি জানান, জামাই ষষ্ঠীর উপলক্ষ্যে নিজেদেরই ফ্ল্যাটে মেয়ে জামাইকে নিয়ে জামাইষষ্ঠী পালন করেছিলেন পাল দম্পতি। এরপরই রবিবার পানিহাটিতে মেলায় যোগ দিতে গিয়ে তীব্র গরমে শ্বাসকষ্ট মৃত্যু হয় ওই তাঁদের। মৃত ছায়া দেবীর নাতনি পিংকি দেবনাথ জানান, এদিন ভোর চারটের সময় ট্রেনে পানিহাটির দন্ড মহোৎসবে উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ছায়াদেবী। সেখানেই তাঁর মৃত্যু হয়।

 

RELATED ARTICLES

Most Popular