হাওড়া: হাওড়া ডিভিশনে রেল ট্র্যাক মেরামতির জন্য আগামী তিন দিনের জন্য রেলের সময়সূচি বদল করা হয়েছে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ জুন থেকে ১৪ জুন এই মেরামতির কাজ চলবে। ওই তিন দিন সকাল ১১টা থেকে দুপুর দুটো পর্যন্ত শক্তিগড় এবং গাংপুর স্টেশনে পাওয়ার ব্লক থাকবে। এর জন্য ১২ তারিখ বর্ধমান থেকে হাওড়ামুখী ডাউন ৩৭৮৩৪ ও ৩৭৮৩৬ নম্বরের দুটি ট্রেন বাতিল থাকবে।
একইসঙ্গে আপ হাওড়া বর্ধমান ৩৭৮২৯ নম্বরের ট্রেনটিও বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন কবিগুরু এক্সপ্রেস ওইদিন বর্ধমান থেকে কামারকুন্ডু হয়ে ডানকুনি পৌঁছবে। ওইদিন ৩৭৮২৫ নম্বরের ট্রেনটি মেমারি পর্যন্ত যাবে। সেটি আবার ডাউন ট্রেন হিসেবে মেমারি থেকে ছাড়বে ১২টা ৫১ মিনিটে। ১৩ এবং ১৪ জুন ৩৭৮৩৮ নম্বরের ট্রেনটি বেলা ১টা ৪০মিনিটের পরিবর্তে ২টোর সময় ছাড়বে বর্ধমান স্টেশন থেকে।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো প্রকল্প নিয়ে নবান্নে বৈঠক, জট কাটানোর আশ্বাস