Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSchool Reopen: দীর্ঘ গরমের ছুটির পর খুলল স্কুল

School Reopen: দীর্ঘ গরমের ছুটির পর খুলল স্কুল

Follow Us :

বাঁকুড়া: দীর্ঘ গরমের ছুটির পর খুলল স্কুল। সোমবার সকালে স্কুল খুলতেই হাজির ক্ষুদে পড়ুয়ারা। দেখা গেল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ। উচ্ছ্বসিত শিক্ষকশিক্ষিকারাও।

এদিন বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে হাজির হয়েছে ক্ষুদে পড়ুয়ারা। চলছে মন্রিং পাঠদানের পর্ব। দীর্ঘদিন গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকার পর স্কুল খোলায় খুশি পড়ুয়ারা। তারাও অপেক্ষায় ছিল স্কুল কখন খুলবে। কখন ফিরে আসবে স্কুলের ক্লাসরুমে। অবশেষে স্কুল খোলায় বেজায় অভিভাবকেরাও। ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে বলছেন শিক্ষকরা। দীর্ঘ প্রায় দুমাস স্কুল বন্ধ থাকায় পড়াশোনা থেকে অনেকটাই বিরত ছিল বলে মনে করচেন শিক্ষকশিক্ষিকারা। আজ প্রথম দিন হওয়ায় ছাত্রছাত্রীদের সংখ্যা সামান্য কম থাকলেও মঙ্গলবার থেকে সংখ্যা বাড়বে বলেই আশা শিক্ষকশিক্ষিকাদের। তবে এই মাস পর্যন্ত সকাল থেকেই শুরু হবে স্কুলের পঠনপাঠন। অভিভাবকদের মতে, দীর্ঘদিন করোনায় স্কুল বন্ধ থাকার পর স্কুল খুললেও তাব্র গরমে স্কুল বন্ধ হয়ে যায়। তাই সেভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পাচ্ছিল না পড়ুয়ারা। এদিন স্কুল খোলায় ফের ছন্দে ফিরেছে ক্ষুদে পুড়ুয়ারা।

আরও পড়ুন: Assam Flood: অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, জমা জলে ডুবে মৃত্যু পাঁচ জনের

RELATED ARTICLES

Most Popular