Placeholder canvas
Homeবিনোদনহৃদরোগে আক্রান্ত CID খ্যাত অভিনেতা দীনেশ

হৃদরোগে আক্রান্ত CID খ্যাত অভিনেতা দীনেশ

বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন অভিনেতা

Follow Us :

কলকাতা: একের পর এক দুঃসংবাদ বলিউডে (Bollywood)। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত সিআইডি (CID) খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশ (Dinesh Pahndnis)। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতির অবনতি ঘটলে ভেন্টিলেটরে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। দীনেশ ফাডনিশের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এদিন সকালের দিকে যদিও একটু অবস্থা ঠিকঠাক হয়েছিল। তবে প্রতি মুহূর্তে সমস্যা আরও জটিল হচ্ছে বলে সূত্রের খবর।

অভিনেতার ভক্তেরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রার্থনায় ভরিয়ে দিয়েছে। সকলেই দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে অভিনেতার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ কেউবা লিখেছেন, ‘শীঘ্রই ভালো হয়ে উঠুন।’ কারও প্রার্থানা, ‘ফ্রেডরিক্সকে দ্রুত ফিরিয়ে দাও।’

আরও পড়ুন: আংটি বদল থেকে সংগীত, বাগদান সারলেন সন্দীপ্তা-সৌম্য

সিআইডি, বিপি সিংয়ের ফায়ারওয়ার্কস প্রোডাকশন প্রযোজিত কপ সিরিজ, ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। বিপি সিং-এর মস্তিষ্কপ্রসূত, এই শোয়ে ACP প্রদ্যুমন চরিত্রে শিবাজি সাটম, আদিত্য শ্রীবাস্তব সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ-এর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সিনিয়র ইন্সপেক্টর হিসেবে দয়ানন্দ শেট্টিকে দয়া চরিত্রে দেখা গিয়েছে। ইন্সপেক্টর ফ্রেডরিক্স ওরফে ফ্রেডির চরিত্রে দীনেশ ফাডনিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর সালুনখের ভূমিকায় নরেন্দ্র গুপ্ত। সিআইডি ছাড়াও, দীনেশকে জনপ্রিয় টিভি শো তারক মেহতা কা উলটা চশমা-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। কয়েকটি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Recent Comments