Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনবলিউডে ফেলুদা, নাম ভূমিকায় কে? জানালেন দিবাকর

বলিউডে ফেলুদা, নাম ভূমিকায় কে? জানালেন দিবাকর

এবার বলিউডে ফেলুদা-কে নিয়ে কাজ করার কথা জানালেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়

Follow Us :

মুম্বই: ১৯৭৪ সালে প্রথমবার ছবির পর্দায় এসেছিল থ্রি মাস্কেটিয়ার্স। ফেলুদা (Feluda), লালমোহন গাঙ্গুলী ও তোপসে, এই ত্রয়ীকে নিয়ে সত্যজিৎ রায় (Satyajit Ray) তৈরি করেছিলেন ‘সোনার কেল্লা’। ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ু হয়েছিলেন সন্তোষ দত্ত এবং তোপসে হয়েছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সেই ত্রয়ী আজও বাঙালির মননে অমর হয়ে আছে। তারপর থেকে ফেলুদা-র কাহিনী নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি। টলিপাড়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়-এর পর সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায় চৌধুরী, ইন্দ্ৰনীল সেনগুপ্ত-কে ফেলুদার ভূমিকায় দেখা গেছে।

১৯৮৬-৮৭ সালে হিন্দিতে মানিক বাবুর ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-কাহিনী অবলম্বনে ‘কিসসা কাঠমান্ডু মে’ নামে এক টেলিভিশন ধারাবাহিক তৈরি করেন সন্দীপ রায়। ফেলুদার পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষ্যে তৈরি এই ধারাবাহিকে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন শশী কাপুর এবং লালমোহনবাবুর ভূমিকায় অভিনয় করেন মোহন আগাসে।

আরও পড়ুন: কেমন ছিল অনুষ্কার অডিশনের প্রথম দিন? দেখুন

এবার ফের বলিপাড়ায় ফেলুদা-কে নিয়ে কাজ করার কথা জানালেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় (Dibakar Banerjee)। সম্প্রতি এক সাক্ষাৎকারে, পরিচালক বলেন অভিনেতা অভয় দেওল (Abhay Deol)-কে নিয়ে ‘ফেলুদা’ তৈরির কথা ভেবেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। তবে যদি সত্যজিৎ রায়ের কাহিনি নিয়ে তিনি কখনও ছবি করেন তাতে অবশ্যই চমক থাকবে বলেও জানিয়েছেন দিবাকর।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular