Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনRegal Shut Down!: বন্ধ হয়ে গেছে ধর্মতলার 'রিগাল সিনেমা' হল?

Regal Shut Down!: বন্ধ হয়ে গেছে ধর্মতলার ‘রিগাল সিনেমা’ হল?

Follow Us :

 কলকাতা: ধর্মতলা অঞ্চলের(Dharmatala Area) বহু পুরনো সিঙ্গেল স্ক্রিন(Single Screen) সিনেমা হলগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে(Shut Down)। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে চ্যাপলিন,টাইগার,লাইট হাউস, নিউ এম্পায়ার, রক্সি,প্যারাডাইস, এলিট,মেট্রো,হিন্দ,সোসাইটি, লোটাস, জ্যোতি, ক্রাউন, নিউ সিনেমা, অপেরা শো হাউস, ম্যাজিস্টিক(Regal,Rajendra Bagariya, Renovation,Tiger,Light House,Hind,Society,Metro,New  Cinema,Crown, Oper Show House,Mejestic,Chaplin,Orient )এর মত একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো। এবার হয়তো কোপ পরতে চলেছে ১৯ শতকের কলকাতার অত্যন্ত জনপ্রিয় আর এক সিনেমা হল ‘রিগাল’ এর ওপর। এই সিনেমা হলের উপর ঘিরে ছাউনি দর্শকদের কপালে নতুন করে আবার ভাঁজ ফেলেছে।
প্রসঙ্গত, উনিশ শতকে এই সিনেমা হলের নাম ছিল নাকি ‘আলবিয়ান থিয়েটার'(Albion Theatre)। ১৯৩২ সালে এরপর নাম রাখা হয় রিগাল। এর প্রথম বড় মুক্তি ছিল ‘শিকার’ (১৯৬৮)(Shikar)। এরপর ‘হাতি মেরে সাথি'(Haathi Mere Saathi), ‘জয় সন্তোষি মা'(Jay Santoshi Ma)-ও খুব ভালো ব্যবসা করে। ১৯৯৮ থেকে ২০০১ অবধি এখানে দেখানো হত অ্যাডাল্ট সিনেমা। মালিক  রাজেন্দ্র বাগারিয়া জানান, “আমরা বুঝতে পেরেছি এটা একটা ভুল পদক্ষেপ ছিল। কারণ এটা সিনেমার নামের উপরেও একটা খারাপ প্রভাব ফেলেছিল।” এরপর ২০০৪ সাক থেকে বাংলা সিনেমা দেখানো শুরু হয়।

আরোও পড়ুন: Pushpa 774 Theatre After One Year: মুক্তির এক বছর পরও ৭৭৪ পর্দায় চলছে ‘পুষ্পা’, কোথায় জানেন! 

তবে বাগারিয়া জানান, “রিগাল ভেঙে ফেলা হচ্ছে না। শুধুমাত্র সংস্কারের জন্য ছাউনি দেওয়া হয়েছে। মেট্রোর রাস্তায় যাবে না এটি, বানানো হবে না কোনও মাল্টিপ্লেক্স। সব ঠিক থাকলে ঈদের সময় থেকে আবার সিঙ্গেল স্ক্রিন হিসেবে চালু করা হবে।” তাঁর সংযোজন, “এটা একটা পুরনো হল। মাঝে মাঝে ছাদ থেকে জল পড়ে। শীতকালই হল এই সংস্করণের কাজ করার সেরা সময়।”

RELATED ARTICLES

Most Popular