কলকাতা: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, ক্যাটরিনা কাইফ ২০০৩ সালের হিস্ট ড্রামা বুম দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ধুম’, ‘টাইগার’রের মতো একাধিক ছবিতে স্টান্ট করতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে। শুধু রোম্যান্স নয়, অ্যাকশনের দৃশ্যেও মাত করেছেন তিনি। ভিলেনদের রীতিমতো ধোলাই দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এই স্টান্ট করতে গিয়েই একবার ভয়ানক বিপদে পড়েছিলেন তিনি। জানেন কী সেই বিপদ? চপারে উঠে মাঝ আকাশে একটি স্টান্ট করছিলেন ক্যাটরিনা। হঠাৎই নিয়ন্ত্রণ হারায় সেই চপার। নীচের দিকে নেমে আসতে থাকে দ্রুত গতিতে। ক্যাটরিনা বলেছেন, “আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম সেই সময়। মনে হচ্ছিল, হে ঈশ্বর, এটাই শেষ। আমি আর ফিরব না বেঁচে! কেবল একজনের কথাই আমার মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল, আমার মা ঠিক থাকবে তো।”
Html code here! Replace this with any non empty text and that's it.