সলমন খানের পর অভিনেতা-পরিচালক কামাল রশিদ খানের বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ আনলেন অভিনেতা মনোজ বাজপেয়ী।বলিপাড়ার এই মোস্ট কন্ট্রোভার্সিয়াল পার্সোনালিটির বিরুদ্ধে ইন্দোরের আদালতে আইপিসির ৫০০ ধারায় মানহানির অভিযোগ দায়ের করেছেন মনোজের আইনজীবী পরেশ যোশি।গত ২৬জুলাই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করেন কামাল।আপত্তিকর ট্যুইটে এমন কিছু মন্তব্য তিনি করেছিলেন যাতে মনোজের মানহানি হয়েছে, অভিনেতার পক্ষ থেকে অভিযোগ পত্রে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন – ‘ফ্যামিলি ম্যান’ নওয়াজ?
অবশ্য কামালের বিরুদ্ধে মানহানির অভিযোগ যে প্রথমবার উঠছে এমনটা কিন্তু মোটেও নয়।সলমন খানের ‘রাধে’ মুক্তি পাওয়ার পরও ছবি নিয়ে চুড়ান্ত কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন কামাল রশিদ খান।বিষয়টি যে মুখ বুজে মেনে নেননি ভাইজান, তা বলাই বাহুল্য।অভিনেতা-পরিচালককে কোর্টের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছিলেন তিনি।এবার মনোজের সঙ্গে কামালের এই মানহানির মামলার জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।
আরও পড়ুন – মনোজের নতুন থ্রিলার