মুম্বই: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। তাঁকে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ বলা হয়। গত বছর বলিউডে নয়নতারার হাতেখড়ি হয় শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ ছবিতে। একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালের ৯ জুন দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবন (Vignesh Shivan)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। চেন্নাইয়ের মহাবালিপুরমে বসেছিল বিয়ের আসর। সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় রীতি মেনে হয় বিয়ের অনুষ্ঠান।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)
বিয়ের ঠিক পরপরই অক্টোবরে যমজ পুত্র সন্তানের বাবা-মা হন নয়নতারা-বিঘ্নেশ। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম হয় তাঁদের। তা নিয়ে সারোগেসি আইন ভাঙার বিতর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে পরে জানা যায়, সামাজিক বিয়ের ছ’বছর আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। স্বামী, সন্তান নিয়ে বেশ ভালোই সংসার চলছিল নয়নের। কিন্তু হঠাৎ জানা যাচ্ছে, হাসিখুশি এই জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে। সম্প্রতি এমনই গুঞ্জনকে উস্কে দিল ইন্সট্রাগ্রাম স্টোরিতে নয়নতারার মন খারাপের পোস্ট।
আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে তৃপ্তি, চমকে উঠলেন বাবা-মা!
সোশ্যাল মিডিয়া পোস্টে নয়নতারা লেখেন, মেয়েটি জলভরা চোখে চিরকালই বলতে চেয়েছে যে আমি এটাই পেয়েছি। অন্যদিকে নয়নতারা তাঁর স্বামী বিঘ্নেশকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেছেন। যদিও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় বিঘ্নেশের সঙ্গে পুরনো পোস্টগুলি এখনও রয়েছে। গত সপ্তাহেও নয়নতারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কালো ও সাদা ছবি শেয়ার করেন, যাতে তাঁকে ভিগনেশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এইসব কিছু দেখেই তারকা জুটির সংসার ভাঙা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
আরও খবর দেখুন