কলকাতা: ২ মাসের ছোট্ট ইয়ালিনি (Yaalini) হাত-পা ছুঁড়ে খেলা করছে। মেয়ের এই আদুরে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মঙ্গলবার রাতে ছেলে ইউভান আর মেয়ে ইয়ালিনির সঙ্গে সময় কাটানোর ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী।
দেখা গেল আহ্লাদে মায়ের ঘাড়ে উঠে বসে আছে ছোট্ট ইউভান। জন্মের কয়েক ঘণ্টা পরেই ছেলে ইউভানের ভিডিয়ো সামনে এনেছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মেয়ের ক্ষেত্রে সেটা হয়নি। প্রচারের আলো থেকে মেয়েকে সরিয়েই রেখেছেন তারকা দম্পতি। এদিনের ভিডিওতেও মেয়ের মুখ লুকিয়েই রাখলেন শুভশ্রী।
View this post on Instagram
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ-শুভশ্রী দুজনেই তাঁদের নতুন ছবি ‘বাবলি’ (Babli)-র শুটিংয়ে ব্যস্ত আছেন। কিছুদিন আগেই শুটিংয়ের জন্য শহরের বাইরে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়ও। রাজের এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী। তাঁরা ছাড়াও, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস ‘বাবলি’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
আরও খবর দেখুন