Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনমুক্তি পেল ট্রেলার, উত্তম ফিরলেন 'অতি উত্তম' হয়ে
Oti Uttam

মুক্তি পেল ট্রেলার, উত্তম ফিরলেন ‘অতি উত্তম’ হয়ে

প্রকাশ্যে এল সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবির ট্রেলার

Follow Us :

কলকাতা: বাঙালিকে প্রেমের রসদ জুগিয়েছেন যে মানুষটা তিনি আসছেন। এই বসন্তেই বাঙালির হিয়া নস্টাল করতে আসছেন উত্তমকুমার। ৪২ বছর পর আবার পর্দায় ফিরছেন তিনি। যাঁর অনাবিল হাসিতে বারবার মুগ্ধ হতে হয়। আজও যাঁর চাহুনিতে প্রেমে পড়েন আধুনিকা রমণীরা। তিনিই তো বাঙালিকে প্রেমে পড়তে শিখিয়েছেন। হ্যাঁ, মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar) ফিরছেন- সৃজিৎ মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) হাত ধরে। সম্প্ৰতি সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ল তারই এক ঝলক। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল ‘অতি উত্তম’ (Oti Uttam) ছবির ট্রেলার।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৪)

গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’ (Oti Uttam) ছবিটি। কিন্তু নানান কারণে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যায়। এই ছবিতে বিশেষ আকর্ষণ স্বয়ং মহানায়কের উপস্থিতি। গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘অতি উত্তম’-এ। ছবিতে গানের বিশেষ ছোঁয়া দেবেন সৃজিতের ‘এক্স=প্রেম’ ছবি খ্যাত সঙ্গীতশিল্পী সপ্তক সানাই দাস (Saptak Sanai Das)। আগামী ২২ মার্চ ক্যামেলিয়া প্রোডাকশনের (Camellia Productions Pvt. Ltd) প্রযোজনায় বড়পর্দায় আসছে ছবিটি।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular