কলকাতা: সপ্তাহান্তে ভাইজান ম্যাজিকে মাতবে গোটা ভারত। ১২ নভেম্বর অর্থাৎ কালীপুজো ও দীপাবলির সময়ে মুক্তি পেতে চলেছে সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাই (katrina Kaif) অভিনীত ‘টাইগার ৩’ (Tiger 3) । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং। প্রথম দিন থেকেই টিকিট কেনার হিড়িক সলমন অনুরাগীদের। ১২টার মধ্যে প্রায় কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সিনেমা বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট করে সলমনের ছবি যে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে সে কথা জানান। সারা দেশে পিভিআর ও আইনক্সে সকালের মধ্যেই ২০ হাজার টিকি বিক্রি হয়ে গিয়েছে। সিনেপলিসে টিকিট বিক্রি হয়ে গিয়েছে প্রায় চার হাজার। কলকাতার বহু শো প্রায় ভর্তি। তবে কি এবার ‘পাঠান’-এর নজির ভাঙবে ‘টাইগার ৩’।
ছয় বছর পর ফের একবার টাইগার হয়ে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন সলমন খান। তাই ভাইজান ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই। কারন, ভাইজানের ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো মিস করতে চান না অনেকেই। এর আগে ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন সলমন। এ বার প্রায় ছ’বছর পরে মুক্তি পেতে চলেছে এই ছবির তৃতীয় পর্ব।
গত কয়েক বছর বিশেষ কোনও হিটও নেই সলমনের ঝুলিতেই। তাই ‘টাইগার ৩’ নিয়ে আশায় রয়েছেন সকলেই। এদিকে, ভাইজান ভক্তদের কথা ভেবে সকাল ৭টা তেই শো রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। চলতি বছরেই ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। ডিসেম্বরে আবার ‘ডাঙ্কি’ আসছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বক্স অফিসের দখল কি নিতে পারবেন বলিউডের সুলতান?
আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই, এবার ছাঁদনাতলায় রণদীপ হুডা
এদিকে, এই ছবির অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নিয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি জানিয়েছেন, ছবিতে জোয়াকে অভিনব স্টান্ট করতে দেখা যাবে। আর এই মারকাটারি স্টান্টগুলির জন্য দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছেন তিনি। পাশাপাশি, এই ছবিতে দীর্ঘ ছয় বছর পর ফের একবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন সলমন খান এবং ক্যাটরিনা। তাঁদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে ভক্তরা।
দেখুন আরও অন্য খবর: