Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনDebashree Roy Puja Look: পুজোয় বোল্ড লুকে দেবশ্রী

Debashree Roy Puja Look: পুজোয় বোল্ড লুকে দেবশ্রী

Follow Us :

বড় পর্দার পর ছোট পর্দাতে এসেছিলেন তিনি। অন্যান্য টলিউড অভিনেত্রীদের মতন রাজনীতির আঙ্গিনাতে আসলেও শেষমেষ বিদায় নিয়েছেন সেখান থেকে। ৬০ বছরের কোঠা পেরিয়েও তিনি এখনো নতুনদের সঙ্গে সমান তালে তাল মেলাচ্ছেন টলিউডের এই জনপ্রিয় পারদর্শী অভিনেত্রী দেবশ্রী রায়(Debashree Roy)।দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি ইন্ডাস্ট্রিতে।দেবশ্রী মানে রানি মুখার্জির অভিনয়ের অনুপ্রেরণা। সম্পর্কে রানির মাসি।সম্প্রতি শিরোনামে আবার উঠে এসেছেন দেবশ্রী রায়। তাঁর পুজোর সাজ(Puja Look) নজর কেড়ে নিয়েছে নেটপাড়ার।সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের  ছবি পোস্ট করেছিলেন। সাদা কালো একটা শাড়ি পরেছেন তিনি,সঙ্গে কালো ট্যাঙ্ক টপ আর রয়েছে লাল জ্যাকেট। কোমরে কালো বেল্ট। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল। মাথায় টপ বান। বোঝাই যাচ্ছে না যে তার বয়সের কোঠা ৬০ পেরিয়েছে।

আরো পড়ুন:Durga Pujo Nostalgic Shiboprasad: পূজো নিয়ে নস্টালজিক শিবপ্রসাদ

এই ছবি দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন,’তুমি সর্বদাই সুন্দর এবং আকর্ষণীয়’। কেউ আবার লিখেছেন, অনবদ্য অসাধারণ ব্যক্তিত্ব। আর একজনের বক্তব্য, ‘আপনি সবসময়ই আমার প্রিয় নায়িকা’। দেবশ্রী রায় ১৯৯৪ সালে বাংলা ছবি ‘১৯শে এপ্রিল’ এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ছবির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ ছোট পর্দাতে ‘সর্বজয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরে এসেছিলেন তিনি।

 উত্তম-সুচিত্রা পরবর্তী যুগে যে অভিনেতা অভিনেত্রীরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল তাঁদের মধ্যে অন্যতম দেবশ্রী রায় (Debashree Roy)। রুমকি ঝুমকি নামে দুই বোনের নাচের অনুষ্ঠান থেকে সেই সময়কার প্রথম সারির প্রায় সব পরিচালকদের সঙ্গেই কাজ করেছেন দেবশ্রী।

RELATED ARTICLES

Most Popular