Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকTexas Tragedy: আমেরিকায় ট্রেলার থেকে উদ্ধার ৪৬টি দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

Texas Tragedy: আমেরিকায় ট্রেলার থেকে উদ্ধার ৪৬টি দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ট্রেলার থেকে ৪৬ জনের দেহ উদ্ধার। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন। সোমবার সকালে রেল লাইনের ধারে ওই ট্রেলারটি দাঁড়িয়েছিল। পুলিসের প্রাথমিক অনুমান, ট্রাকে থাকা শরণার্থীদের মেক্সিকো থেকে আমেরিকায় ঢোকানোর চেষ্টা চলছিল৷ কিন্তু কীভাবে এতজনের মৃত্যু হল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা।

মৃতদের মধ্যে কোনও শিশু বা নাবালক নেই। তবে অসুস্থ ১৬ জনের মধ্যে চারটি শিশু রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ যাত্রার ধকলের কারণেই এই মর্মান্তিক পরিণতি। হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তাঁরা। ওই ট্রেলারটি বাতানুকূল ছিল। কিন্তু এসি কাজ করছিল না বলেই মনে করছে পুলিস। আমেরিকা-মেক্সিকো সীমান্তে মানুষ পাচারের ঘটনা প্রায়শই ঘটে থাকে। এই ঘটনার সঙ্গে পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে।

মৃতরা মেক্সিকোর নাগরিক কি না, তা এখনও জানা যায়নি। মেক্সিকোর বিদেশমন্ত্রীর কথায়, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মেক্সিকো সরকারের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে। সোমবার সকাল ৬টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মানুষের আর্তনাদ শুনতে পান। তার পরেই ট্রেলারটির ভিতরে ঢোকেন তাঁরা। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিস। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিক এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Storing food in fridge: জানেন কি মাসের পর মাস ফ্রিজে স্টোর করে রাখা যায় এ সব খাবার?

RELATED ARTICLES

Most Popular