Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPani Puri Banned Kathmandu: কাঠমান্ডুর ললিতপুরে কলেরায় আক্রান্ত ১২, বন্ধ পানিপুরি বিক্রি

Pani Puri Banned Kathmandu: কাঠমান্ডুর ললিতপুরে কলেরায় আক্রান্ত ১২, বন্ধ পানিপুরি বিক্রি

Follow Us :

ললিতপুর: কাঠমান্ডুর ললিতপুর শহরে পানিপুরি (Panipuri) বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হল। ১২ জন কলেরায় আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শনিবার ললিতপুরে একটি পানিপুরির দোকানে ব্যবহৃত জলে কলেরার জীবাণু পাওয়া গিয়েছে। তারপরই প্রশাসন নড়েচড়ে বসেছে।

স্থানীয় সূত্রে খবর, ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় এই পানিপুরি বিক্রি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে। শহরের পুলিস প্রধান সীতারাম হচেতুরের মতে, উপত্যকায় কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেড়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, কাঠমান্ডু উপত্যকায় কলেরা রোগীর মোট সংখ্যা ১২। এমনকী আরও সাতজন কলেরার পরীক্ষাও করেছেন।

স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এপিডেমিওলজি এবং রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক চুমানলাল দাস জানান, কাঠমান্ডু মহানগরীতে কলেরার পাঁচ জন, চন্দ্রগিরি এবং বুধনীলকণ্ঠ পুর এলাকায় একজন করে কলেরায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: G7 Summit: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন জি-৭ গোষ্ঠী

আক্রান্তরা শুক্ররাজ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিসিজেস হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কলেরা আক্রান্তদের মধ্যে এখনও পর্যন্ত দুজন সুস্থ হয়েছেন।

RELATED ARTICLES

Most Popular