Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকIran: ইরানি মহিলাদের মানবাধিকার রক্ষার পক্ষে সওয়াল জার্মানির বিদেশমন্ত্রীর

Iran: ইরানি মহিলাদের মানবাধিকার রক্ষার পক্ষে সওয়াল জার্মানির বিদেশমন্ত্রীর

Follow Us :

ইরান জুড়ে প্রতিবাদরত নারীসমাজ। প্রতিবাদী মেয়েদের পক্ষে সওয়াল করলেন জার্মানির বিদেশমন্ত্রী আন্নালেনা বেয়ারবক। ইরান সরকারের প্রতি জার্মানির বিদেশমন্ত্রীর আর্জি, প্রতিবাদী মহিলাদের সঙ্গে আলোচনায় বসতে। এও বলেছেন, কয়েকদিন ধরে অধিকার রক্ষার দাবিতেই সেদেশের মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। প্রসঙ্গত, অশান্তির জেরে ইতিমধ্যে তিনজনের মৃত্যুও হয়েছে।

জার্মানির বিদেশমন্ত্রী নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় যোগ দিতে এসে ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ইরানে সরকার-বিরোধী হাজার হাজার মহিলা লড়াই চালাচ্ছেন। সরকারের উচিত, তাঁদের দাবিদাওয়ার বিষয়টি শোনা। মহিলারা যে অধিকারের দাবিতে লড়ছেন, সেটা যে কোনও মানুষেরই প্রাপ্য।

ধর্মীয় গোঁড়ামি বজায় রাখতে মহিলাদের পোশাকের উপর কঠোর বিধিনিষেধ জারি করেছে ইরান। নতুন নিয়মে মহিলাদের মাথা ঢাকা রাখা অর্থাৎ হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও ঘরের বাইরে পা রাখলে মহিলাদের ঢিলেঢালা পোশাক পরাও বাধ্যতামূলক। 

সরকারি এই নির্দেশ জারির পরে কুর্দিস্তানের বাসিন্দা মাসহা আমিনি নামে ২২ বছরের এক তরুণী এবং তাঁর এক বান্ধবীকে পুলিশ গ্রেফতার করে পোশাকবিধি অমান্য করার দায়ে। এরপর পুলিশ হেফাজতে মাসহার মৃত্যুর পর থেকে গণবিক্ষোভে উত্তাল ইরান।

গত বছরও তীব্র জলাভাবের কারণে ইরানে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন ইরানের সাধারণ মানুষ। এরপর ফের মানবাধিকারের দাবিতে উত্তাল ইরান। ফের রাস্তায় নেমেছেন মানুষ। যার সামনের সারিতে রয়েছেন মহিলারা।

RELATED ARTICLES

Most Popular