Homeআন্তর্জাতিকইজরাইল-গাজার যুদ্ধবিরতি, মুক্তি পাবেন ১৫০ প্যালেস্তিনীয় বন্দি

ইজরাইল-গাজার যুদ্ধবিরতি, মুক্তি পাবেন ১৫০ প্যালেস্তিনীয় বন্দি

Follow Us :

কাতার: বন্দি মুক্তির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে গাজা (Gaza) উপত্যকায়। মুক্তি দেওয়া হবে হামাসের হাতে বন্দি ১৩ জন ইজরাইল। একই সঙ্গে ইজরায়েল ১৫০ প্যালেস্তাইনি (Palestine) বন্দি। প্রথম যুদ্ধবিরতিতে হামাসের (Hamas) হাতে বন্দি ইজরাইলের (Israel) ৫০ জন মহিলা ও শিশুকে মুক্তি দেওয়া হবে। তার বিনিময়ে ইজরায়েলে জেল বন্দি ১৫০ জন প্যালেস্তাইনিকে মুক্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুসারে প্রথমে ১৩ ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হয়। এরপর গাজা থেকে বন্দিদের কোন পথে নিয়ে আসা হবে সে সম্পকে মাজেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নিরাপত্তা জনিত কারণে তিনি এই সম্পর্কে একই কিছু বলতে পারবেন না। কারণ, তাঁদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা, এবং জিম্মিরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছায় তা নিশ্চিত করাটাই আমাদের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ আমেরিকা-কানাডা সীমান্তে, মৃত ২

এরপর যুদ্ধ বিরতি মাঝেই হামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আল-আনসারী বলেন, চুক্তিটি চারদিনের মধ্যে শত্রুতা সম্পূর্ণভাবে বন্ধ করার বিষয়ে। সুতরাং স্পষ্টতই যে কোনও ধরনের শত্রুতা পুনরায় শুরু করার অর্থ চুক্তি লঙ্ঘন করা।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular