Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিককোভিড আক্রান্ত হয়েও উত্তর কোরিয়ার দায়িত্ব থেকে সরে আসেননি, জানালেন কিমের বোন

কোভিড আক্রান্ত হয়েও উত্তর কোরিয়ার দায়িত্ব থেকে সরে আসেননি, জানালেন কিমের বোন

Follow Us :

পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং উন-এর শারীরিক অসুস্থতা নিয়ে গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই চলছে। যদিও সে ব্যাপারে নিশ্চিত কোনও খবর জানতে পারেনি বাকি বিশ্ব। এই পরিস্থিতিতেই দক্ষিণ কোরিয়ার এক প্রাক্তন আধিকারিক সংবাদমাধ্যমে দাবি করেছেন, কিম জং উন অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন। কিমের কাজের দায়িত্ব সামলাচ্ছেন তাঁর বোন কিম ইয়ো জং। যদিও, ইয়োকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, গুরুতর অসুস্থ হলেও নিজের দায়িত্ব থেকে সরে আসেননি কিম জং। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কোভিড প্রাদুর্ভাবের সময় জ্বরে আক্রান্ত হন কিম জং উন। বোন কিম ইয়ো-জং বলেন, তার ভাই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়লেও দেশের মানুষের কথা চিন্তা করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছিলেন। প্রসঙ্গত, ইয়ো জংয়ের এই বক্তব্যের ফলেই কোভিড প্রাদুর্ভাবের সময় কিম অসুস্থ হয়ে পড়েছিলেন সেই তথ্য সামনে এল। 

কিমের অসুস্থতার খবর এমন এক সময়ে সামনে এল যখন উত্তর কোরিয়ার এই নেতা কোভিডের বিরুদ্ধে দেশের ‘যুদ্ধে’ জয় ঘোষণা করেছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ) জানিয়েছে, বুধবারই এক বক্তৃতায় কোভিডের বিরুদ্ধে যুদ্ধে ‘উজ্জ্বল বিজয়’ ঘোষণা করেন কিম।

গত কয়েক মাস ধরেই জনসমক্ষে অনুপস্থিতি কিমকে নিয়ে জল্পনা বেড়েছিল আন্তর্জাতিক মহলে। তাঁর শারীরিক অবস্থা ও মৃত্যু নিয়ে গত ক’মাসে বিভিন্ন খবর ছড়িয়েছে। এপ্রিলে ছড়িয়েছিল, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের সফল না হওয়ায় গুরুতর অসুস্থ পিয়ংইয়ংয়ের শাসক। তাঁর মৃত্যুর একটি ‘ভুয়ো’ ভিডিয়ো ছড়িয়ে পড়ায় জোরদার হয়েছিল জল্পনা। কিম জং উনের প্রয়াত দাদু ও উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিম টু সাং-এর জন্মদিন পালনের অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি এই জল্পনার পারদ আরও চড়িয়েছিল।

RELATED ARTICLES

Most Popular