
হাসপাতালে (Hospital) ভর্তি ফেসবুক (Facebook) কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। জানা গিয়েছে, মার্শাল আর্ট প্রতিযোগিতার প্রশিক্ষণের সময় হাঁটুতে চোট পান তিনি। শুক্রবার তাঁর হাঁটুর অপারেশন হয়েছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন মেটা প্ল্যাটফর্মস আইএনসি চিফ এগজিকিউটিভ অফিসার।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন মার্ক জুকারবার্গ। যেখানে দেখা যাচ্ছে, সাপাতালে বিছানায় শুয়ে রয়েছেন তিনি। তাঁর বাম পায়ের হাঁটুতে ব্যান্ডাজ করা রয়েছে। লেগ ব্রেসের সাহায্যে সাপোর্ট দেওয়া রয়েছে। ছবি পোস্ট করে তিনি লেখেন, “মার্শাল আটের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছি হাঁটুতে। সেই কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে। যে সকল আমার দেখাশোনা করছেন তাঁদের সকলকে ধন্যবাদ। পরের বছরের শুরুতে মার্শাল আর্টের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম। কবে এখন সবটাই অনিশ্চিত। আশা করছি দ্রুত সুস্থ হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারব”।
আরও পড়ুন: পাকিস্তানের বিমানঘাঁটিতে জঙ্গি হানা
জুকেরবার্গের এই অবস্থা দেখে চিন্তিত তাঁর অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। কেউ লিখেছেন, ‘তুমি যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। তবে তাড়াহুড়ো করো না।’ কেউ আবার লিখেছেন, ‘আরও শক্তিশালী হয়ে উঠবে। এইরকমটাই হয়। দ্রুত আরোগ্য় কামনা করছি।’
দেখুন আরও অন্য খবর: