Placeholder canvas

Placeholder canvas
Homeপ্রযুক্তিChatGpt | AI | Smoking | এবার ধূমপান ছাড়াবে এআই

ChatGpt | AI | Smoking | এবার ধূমপান ছাড়াবে এআই

Follow Us :

বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দ চ্যাটজিপিটি (ChatGPT)। প্রযুক্তির দুনিয়ায় (Technology World) একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই চ্যাটজিপিটি। সেই সঙ্গে বহু গলার কাঁটা হয়েও দাঁড়িয়েছে। এই এআই চ্যাটবটের কারণে চাকরি হারাতে বসেছে হাজারো মানুষ। এরমধ্যে আছে শিক্ষক থেকে, লেখক, গণমাধ্যম, ফ্রিল্যান্সাররাও। আর এবার ধূমপান ছাড়াতে সহায়তা করবে এআই (AI) । 

গত ৪ বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগল। গুগল গবেষক এবং একটি স্বাস্থ্য দল ডায়াবেটিস রেটিনোপ্যাথি শনাক্ত করতে এআই প্রযুক্তি তৈরি করেছে। ডায়াবেটিস রেটিনোপ্যাথি রোগটি গোটা বিশ্বেই অন্ধত্বের একটি প্রধান কারণ। গবেষকরা একটি অ্যালগরিদম তৈরি করেছেন, যা রোগের লক্ষণ চিনতে পারবে। এমনকি চোখ স্ক্যান করার পর এই প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যে তার চিকিৎসাও বলে দেয়। এই প্রযুক্তিতে যে কারও রেটিনা সঠিকভাবে স্ক্যান করা যাবে।

আরও পড়ুন: Patna Meeting 2023 | কেজরির প্রতি আশ্বাস জিইয়ে রাখলেন খাড়্গে, কংগ্রেসের সিদ্ধান্ত বাদল অধিবেশনের আগেই

তবে এ বছরের শুরুতেই গুগল একটি অ্যালগরিদম তৈরি করেছে। যা একজন ব্যক্তির লিঙ্গ, ধূমপানের অভ্যাস এবং তার রেটিনা স্ক্যান করতে পারবে। ওই ব্যক্তির শরীরে হার্ট অ্যাটাকের কোনও সম্ভাবনা আছে কি না, তারও পূর্বাভাস দিতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তির রেটিনা স্ক্যান করে এটি সহজেই রোগ শনাক্ত করতে পারে। এই প্রযুক্তির সাহায্যে, ডিমেনশিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, পারকিনসনস, আলঝেইমার এমনকী, সিজোফ্রেনিয়ার মতো অন্যান্য রোগও প্রাথমিকভাবে শনাক্ত করা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

RELATED ARTICLES

Most Popular