1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
বাড়ি থেকে সিআরপিএফ অফিসের দূরত্বে সমস্যা
Congress Leader Kaustav Bagchi | কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী সিআরপিএফ নিরাপত্তা পাচ্ছেন না 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  পবিত্র ত্রিবেদী
  • Update Time : 20-03-2023, 4:40 pm

কলকাতা: কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে (Kaustav Bagchi) এখনই সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তাঁর বাড়িতে সিআরপিএফ মোতায়েন করার ব্যাপারে সমস্যা রয়েছে। সিআরপিএফের (CRPF) অফিস থেকে কৌস্তভ বাগচীর বাড়ির দূরত্ব বিচার করে এই সিদ্ধান্ত। সোমবার আদালতে (Court) এমনই জানাল কেন্দ্র। কলকাতা হাইকোর্টে সোমবার কৌস্তভের বাড়িত পুলিশি অভিযান নিয়ে রিপোর্ট পেশ করলেন ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpore Commissionerate) কমিশনার।

মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভের মন্তব্য এবং তাঁর বাড়িতে পুলিশি অভিযান নিয়ে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান চান বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি দুপক্ষের আইনজীবীদের এ ব্যাপারে আলোচনা করারও পরামর্শ দেন। বিচারপতি বলেন, কৌস্তভ একজন আইনজীবী। মুখ্যমন্ত্রীও সকলের মুখ্যমন্ত্রী। এই দুর্ভাগ্যজনক বিতর্ক শেষ হওয়া দরকার।

আরও পড়ুন: Durgapur | দুর্গাপুরে সপরিবারে রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত মা, মাসতুতো ভাই-সহ ধৃত ৩

গত ৩ মার্চ বড়তলা থানার পুলিশ (Police) কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে তাঁর ব্যারাকপুরের বাড়ি থেকে থেকে গ্রেফতার করেছিল। তা নিয়ে জলঘোলা হয়। পরে কৌস্তভ জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই ঘটনায় আদালত তাঁকে নিরাপত্তা দিতে বলে। আদালত সিআরপিএফ নিরাপত্তা দিতে বলে। যতদিন তা না হচ্ছে ততদিন কৌস্তভকে পুলিশের নিরাপত্তা দিতে বলা হয়। এখন কৌস্তভের পুলিশের নিরাপত্তা রয়েছে। সেই ঘটনায় সিআরপিএফ জানাল নিরাপত্তা দিতে সমস্যা রয়েছে।

সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জয় পায়। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন তাঁর গাড়ির চালকের মৃত্যু ও মেয়ের আত্মহত্যা নিয়ে তিনি অনেক কিছু জানেন। তিনি মুখ খুললে বিপদ হবে। তারই পাল্টা সাংবাদিক বৈঠক করে কৌস্তভ প্রাক্তন আমলা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বইয়ের লেখার কথা উল্লেখ করেছিলেন। তাতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। ওই দিন মাঝ রাতে কৌস্তভের বাড়িতে যায় পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করে। ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে কৌস্তভ বাগচী মাথা ন্যাড়া করেন। তিনি বলেন, যতদিন না তৃণমূল সরকারকে উৎখাত করা যাচ্ছে তিনি ন্যাড়া হয়ে থাকবেন। সেই মতো এখন তিনি চুল কামিয়ে বেড়ান। তারই মধ্যে এদিন বিষয়টি আদালতে উঠেছিল। কৌস্তভ বাগচীর পাশে দাঁড়ান আইনজীবীরা। বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো আইনজীবীরা তাঁর পক্ষে সওয়াল করেন আদালতে। 

Tags : Kaustav Bagchi Congress কৌস্তভ বাগচী কংগ্রেস বারাকপুর

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User
ATANKOBADIBJP-R-MUKHE-GUMOOT
2 months ago

CHOR CHODA BIKRITO JOUNO RUGI BHAGARER UKIL TAKE BAALER NIRAPOTTA DEBE. BAKIDER CHOR CHODA TAR KACH THEKE NIRAPONTTA DEYA HOK.

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.