কলকাতা: বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড (EM Bypass Slum Fire)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই। চারিদিক ধোঁয়ায় ঢেকেছে।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯)
আগুন যেখানে লেগেছে, তার কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালের সামনে থাকা ঝুপড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। মনে করা হচ্ছে, সিলিন্ডার ফেটে ঘটছে বিস্ফোরণ। বহু বাসিন্দার ঘরছাড়া হওয়ার আশঙ্কা। বিপাকে পড়েছেন ঝুপড়ির বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। জানা যাচ্ছে, বস্তির বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, বই-খাতা পুড়ে ছাই হয়ে গেছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এখনও আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
আরও খবর দেখুন