Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাআগামিকাল চার কেন্দ্রে ভোট, করোনা বিধি মেনে ভোটের প্রস্তুতি

আগামিকাল চার কেন্দ্রে ভোট, করোনা বিধি মেনে ভোটের প্রস্তুতি

Follow Us :

কলকাতা : রাত পোহালেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে কাল উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রের খবর, চার কেন্দ্রে নির্বাচন পরিচালনার জন্য ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট হবে করোনা বিধি মেনেই। থাকবে মাস্ক ও স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা।

আরও পড়ুন : প্রায় দু’বছর পর খুলছে স্কুল, ১৬ নভেম্বর থেকে সপ্তাহে ৬ দিনই ক্লাস

 নদিয়ার শান্তিপুরে হচ্ছে উপনির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। রানাঘাট কলেজ ডিসি আরসি করা হয়েছে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করছেন ব্রজকিশোর গোস্বামী। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো এবং কংগ্রেস প্রার্থী রাজু পাল। শান্তিপুর কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৫৫। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩ । এরমধ্যে স্পর্শ কাতর বুথ কুড়ি শতাংশ। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে শান্তিপুরের নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ থাকবে ভোটারদের নিরাপত্তা রক্ষায়। সব মিলিয়ে টানটান ভোটের উত্তেজনায় এখন শান্তিপুর। বিধানসভা নির্বাচনে শান্তিপুরে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ২১৩ টি আসনে জিতে ক্ষমতায় এলেও শান্তিপুরে বিজেপির কাছে হেরে গিয়েছে তৃণমূল। জগন্নাথ সরকারের কাছে হেরে গিয়েছেন তৃণমূলের সদ্যপ্রয়াত অজয় দে। তবে জগন্নাথ সাংসদ পদ রেখে বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় মাস পাঁচেকের মাথায় এই আসনে উপনির্বাচন।

কোচবিহারের দিনহাটায় উপনির্বাচন। ২০২১ শে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক ৫৭ ভোটে জয়লাভ করলেও পরবর্তীতে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই ফের একবার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি প্রার্থী অশোক মন্ডল, বামফ্রন্ট প্রার্থী আব্দুর রউফ ও  তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ৷ দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটার ২লক্ষ ৯৮ হাজার ৮০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৯২৪ এবং মহিলা ভোটার ১লক্ষ ৪৪ হাজার ১৫৬। ভোট প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। দিনহাটা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৪১৭। তারমধ্যে ২০৯ টি বুথে থাকছে সিসিটিভি র ব্যবস্থা। স্পর্শকাতর বুথ রয়েছে ৫১ টি। থাকছে ২৭ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এছাড়াও ১৩৬ জন অফিসার সহ মোট ৯০৩ জন রাজ্য পুলিশ কর্মী। ভোট কর্মী ১৬৬৮ জন। আগামী ২ রা নভেম্বর ভোট গণনা হবে দিনহাটা কলেজে।

আরও পড়ুন : দীপাবলিতে সব রকমের আতসবাজি জ্বালানোয় নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট

আগামীকাল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভায় উপনির্বাচন। দীপাঞ্চল হওয়ায় বৃহস্পতিবার থেকেই ভোট কর্মীরা বিভিন্ন বুথে পৌঁছে গিয়েছেন। গোসাবা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার ৮ জন। মোট বুথের সংখ্যা ৩৩০। প্রতিটি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী ও একজন করে রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। মোট ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এছাড়াও মাইক্রো অবজারভার, অবজারভার সকলের তত্ত্বাবধানে থাকবে ভোট গ্রহণ কেন্দ্র গুলি। প্রতিটি বুথকে সিসিটিভির আওতায় আনা হচ্ছে।

আগামীকাল উপনির্বাচন হবে খড়দহ কেন্দ্রে। একুশের নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। কিন্তু ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাই ফের উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি থেকে লড়াই করছেন জয় সাহা। খড়দহ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫, পোলিং স্টেশন ১৬৬, মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭। ভোট গণনা আগামী ২ রা নভেম্বর।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53