কলকাতা: রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যা নাগাদ হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন বলে সূত্রের খবর। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ কমে যাওয়ার কারণে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার খাদ্য দুর্নীতি মামলার শুনানি। তার আগে মন্ত্রীর অসুস্থতা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
হাসপাতাল সূত্রে খবর, বাথরুমে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করে ব্লাড প্রেসার কমে যায়। জ্যোতিপ্রিয় মল্লিককে তখনই পাঁচ নম্বর কেবিন থেকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় । তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইডির ২ আধিকারিক এসএসকেএমে গিয়েছেন।