skip to content
Thursday, June 13, 2024

skip to content
HomeScrollবঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, কী বলছে আবহাওয়া দফতর
Weather Updates

বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, কী বলছে আবহাওয়া দফতর

Follow Us :

কলকাতা: সোমবার পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। সকাল থেকে অস্বস্তিকর গরম অনূভূত হলেও বেলা বাড়তেই জেলায় জেলায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি (Rain Storm Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুধু ঝড়-বৃষ্টি নয়, রীতিমতো ভারী বৃষ্টি হবে বাংলায়। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার থেকে উপকূলবর্তী দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আর সেই নিম্নচাপ শুক্রবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পুরুলিয়ার নতুন এসপি হলেন আইপিএস আশিস মৌর্য

নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আলিপুর। তবে অনুকূল বায়ুপ্রবাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে কি না, সেদিকেও নজর রাখছে আবহাওয়া দফতর।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular