Placeholder canvas

Placeholder canvas
HomeAbhishek Banerjee | Panchayat Election 2023 | ১০ লাখ লোক নিয়ে রাজ্যের...
Array

Abhishek Banerjee | Panchayat Election 2023 | ১০ লাখ লোক নিয়ে রাজ্যের প্রাপ্য টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনব, হুমকি অভিষেকের

Follow Us :

কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election) মিটলে দিল্লি (Delhi) থেকে রাজ্যের প্রাপ্য টাকা ছিনিয়ে আনার হুমকি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার আসানসোলের বারাবনিতে পঞ্চায়েত ভোটের (Vote) প্রচারে গিয়ে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ভোট মিটলে দেড়মাসের মধ্যে ১০ লাখ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব। অনেক বাবা-বাছা করেছি। অনেক সৌজন্যের রাজনীতি দেখিয়েছি। আর নয়। 

এদিন আসানসোল ছাড়া বীরভূমেও নির্বাচনী প্রচার সারেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো’ও করেন তিনি। বারাবনির সভায় অভিষেক বলেন, বিজেপি সরকারকে উৎখাত করতেই হবে৷ কেন্দ্রের যে সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে, তাদের দলকে একটাও ভোট নয়। তিনি বলেন, যতোই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাক না কেন, আমরা তৃণমূলের কাছে কিছুতেই মাথা নত করব না।  বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না। তৃণমূল নেতা বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল বিজেপির থেকে আসন ছিনিয়ে নিয়েছে। পঞ্চায়েত ভোটে সেই জয়ের ধারা বজায় রাখতে হবে। 

আরও পড়ুন: BJP Strategy Meeting | কোন অস্ত্রে বিরোধী দমন, ভোট কৌশল রূপায়ণে তিন অঞ্চলে তিনটি পৃথক বৈঠকে বিজেপি 

ভিড়ে ঠাসা সেই সভায় জনতার উদ্দেশে অভিষেকের প্রশ্ন, যারা সব সময় আপনাদের পাশে থাকছে, পরিষেবা দিচ্ছে, তাদের সঙ্গে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। বিজেপি লুঠ এবং ভেদাভেদের রাজনীতি করছে। তাদের নিশয়ই আপনারা ভোট দেবেন না।   

তৃণমুলের নবজোয়ার কর্মসূচিতে মানুষের ভোটে পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের কাজ সারেন অভিষেক। তার উল্লেখ করে বারাবনিতে তিনি বলেন, নবজোয়ারে ঘোষণা করেছিলাম, মানুষের ভোটেই প্রার্থী ঠিক করা হবে। সেটাই হয়েছে। যারা ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা কেউ তৃণমুলের প্রার্থী নন। সকলেই মানুষের বাছাই করা প্রার্থী। তাঁদের জিতিয়ে প্রমাণ করতে হবে, মানূষের জোর বেশি, গায়ের জোরের নয়।

অভিষেক বলেন, প্রধানমন্ত্রীর অহঙ্কার এবং দম্ভ মাটিতে মিশিয়ে দিতে হবে। মোদি বলেছেন, তিনি দূর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বর গ্যারান্টার। এদিকে পশ্চিম বর্ধমানে বিজেপির সবচেয়ে বড় চোর জিতেন তিওয়ারি বসে আছে। নির্বাচন কমিশন বিধানসভায় আট দফায় ভোট করেছিল। সেই আট দফার জবাব দিতে হবে ৮ জুলাই। ১১ জুলাই যেন পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | পুরুলিয়াতে কোন দল এগিয়ে?
06:02
Video thumbnail
আজকে (Aajke) | রাজভবন, মিঃ আনন্দ বোস এবং ধর্ষণের অভিযোগ
10:01
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | তিন দফার ভোটের আগেই নড়বড় করছে মোদি–শাহ সরকারের ভবিষ্যৎ
14:46
Video thumbnail
Politics | পলিটিক্স (06 May, 2024)
16:58
Video thumbnail
Beyond Politics | চারিদিকে চিমনি আর চিমনি!
11:19
Video thumbnail
ধর্মবুদ্ধে মুখোমুখি | CAA নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় আহ্বান: শান্তনু ঠাকুর
09:13
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | ভোটে জিততে সন্দেশখালির ব্লু প্রিন্ট : মমতা
27:48
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | ভোটের আগে ফের হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ
17:34
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | Dharmajuddha Damama | নারী নির্যাতনের অভিযোগ সাজানো, অভিযোগ তৃণমূলের
13:54
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | এবার কি ছক্কা হাঁকাবেন? নাকি 'আউট' হবেন ইউসুফের কাছে
02:15