Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা
Amit Shah

শাহের মুখে সন্দেশখালি আছে, নেই ভিডিও নিয়ে কোনও কথা

Follow Us :

কৃষ্ণনগর: সন্দেশখালির ভিডিও (Sandeshkhali Viral Video) নিয়ে একটি শব্দও খরচ করলেন না অমিত শাহ (Amit Shah)। শনিবার তৃণমূলের পোস্ট করা ভিডিওটি প্রকাশ্যে এসেছে। তাতে বিজেপির এক স্থানীয় নেতাকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালির ঘটনা পরিকল্পিত। সোমবার কৃষ্ণনগর এবং দুর্গাপুরের দুই সভায় শাহের মুখে শেখ শাহজাহানের প্রসঙ্গ থাকলেও স্টিং অপারেশন নিয়ে কোনও কথাই শোনা গেল না। এদিন মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগে বলুন, সন্দেশখালিতে শেখ শাহজাহান নির্দোষ। উনি আগে বাংলার মানুষকে এই প্রশ্নটার জবাব দিন। 

সন্দেশখালির ইস্যুতে সুর চড়িয়ে শাহ বলেন, সেখানে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা-বোনেদের উপর অত্যাচার করেছেন। মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি দেন না। অপরাধীদের ধরেন না। তাই তো তদন্তের ভার ইডি ও সিবিআইকে দিয়েছে আদালত। মহিলা মুখ্যমন্ত্রীর নাকের নীচে মহিলাদের ধর্ষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যারা অত্যাচার করেছেন, তাদের পাতাল থেকেও খুঁজে বার করে সাজা দেওয়া হবে। 

আরও পড়ুন: বেশি চক্রান্ত করো না ঝড়ে পড়ে যাবে, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

 শনিবার সকালে সন্দেশখালির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গদাধক কয়ালকে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালির ধর্ষণের  ঘটনা সাজানো। সবটাই পরিকল্পিত। তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিপফেকের যুগে প্রযুক্তিকে তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছেই।  

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular