Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যCalcutta High Court:তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন...

Calcutta High Court:তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ

Follow Us :

হাওড়ার তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ওই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে। সূত্রের খবর ওই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন।
গত জুন মাসে তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার এবং অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন। কিন্তু সেই আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২০১১ সালের ৬ মে গুলি করে খুন করা হয় পরিবেশ কর্মী ও তৃণমূল নেতা তপন দত্তকে। এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা কর্মী-সহ ১৩ জনের নাম জড়ায়। 
ওই ঘটনায় এখনও দোষীদের শাস্তির দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নিহতের স্ত্রী প্রতিমা দত্ত। এক দশক পার হয়ে গেলেও অভিযুক্তরা শাস্তি পায়নি। প্রথমে ওই খুনের ঘটনার সিআইডি তদন্ত শুরু করেছিল। সিআইডি তদন্তের রিপোর্টে জানানো হয়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন হতে হয়েছে। ২০১১ সালের অগাস্ট মাসে সিআইডি মামলার চার্জশিট দেয়। চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার নাম ছিল।
কিন্তু এর পরেই সিআইডি-র তরফে অতিরিক্ত চার্জশিট পেশ করে ২০১১ সালের ডিসেম্বরে ওই ঘটনায় অভিযুক্ত নয় জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়। পরে ২০১৪ সালে প্রমানের অভাবে বাকি পাঁচজনকেও ওই মামলায় খালাস করে দেওয়া হয়। যদিও ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায় নিম্ন আদালতের সেই রায়। এরপর অভিযুক্তরা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয হাইকোর্টের ২০১৭ সালের রায় বহাল থাকছে। 
তারপর আইনি লড়াইয়ে গত জুন মাসে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর অনেকটাই আশ্বস্ত হন তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। কিন্তু রাজ্য সরকার ও অন্যতম অভিযুক্ত ষষ্ষ্ঠী গায়েন সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলে শুক্রবার আদালতের তরফে জানান হয়, ওই খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকছে।           

 

RELATED ARTICLES

Most Popular