নয়াদিল্লি: প্রাথমিক স্তরে পরীক্ষা (Exame) তুলে নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। অল্প বয়সেই যাতে বাচাদের নম্বরের (Number) বোঝা চাপিয়ে না দেওয়া হয়, সে কথা মাথায় রেখেই এবার থেকে ক্লাস টু (Class-2) পর্যন্ত লিখিত পরীক্ষা উঠিয়ে নেওয়া হবে বলে সুত্রে খবর। প্রাথমিক স্তরের পড়াশোনায় বদল আনতে চাইছে কেন্দ্র। তবে পরীক্ষা উঠে গেলে মূল্যায়ন কীভাবে করা হবে সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জাতীয় এবং রাজ্য স্তরে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া নিয়ে ২০২২ সালে একটি সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষার উপর বিচার করে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাসে নয়া জাতীয় শিক্ষানীতি (National Education Policies) ঘোষণা করা হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এটি ঘোষণা করেছিলেন। ওই জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবার দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা তুলে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: WhatsApp Channels | নিউজলেটার্সের জন্য নতুন ফিচার আনছে মেটা, কী কী থাকছে?
জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামোতে উল্লেখ রয়েছে, যে মূল্যায়ন প্রক্রিয়া এমন হওয়া উচিত যাতে পড়াশোনাটা কোনও পড়ুয়ার কাছেই অতিরিক্ত বোঝা মনে না হয়। ৩ থেকে ৮ বছরের শিশুদের মূল্যায়ন করতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে। একজন শিশু কতটা শিখছে বা কতোটা যোগ্যতা অর্জন করছে তার মূল্যায়ন করার অনেক উপায় থাকতে পারে, তার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।
প্রসঙ্গত, সিবিএসই এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে। বলা হয়েছে, দীর্ঘ উত্তরের বদলে এমসিকিউ-র ওপর বেশি জোর দেওয়া