Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকChina Spy Balloon: চীনের 'স্পাই বেলুন' মিসাইল ছুড়ে নামাল আমেরিকা

China Spy Balloon: চীনের ‘স্পাই বেলুন’ মিসাইল ছুড়ে নামাল আমেরিকা

Follow Us :

বেজিং: আমেরিকার ( US) আকাশে সন্দেহজনক বেলুন নিয়ে এবার বড় পদক্ষেপ নিল জো বাইডেন (Joe Biden) প্রশাসন। শনিবার ক্যারোলিনা উপকূলের কাছে চীনের (China) স্পাই বেলুনকে (Spy Balloon) গুলি করে নামানো হয়। মার্কিন এফ-২২ ফাইটার জেট যুদ্ধ বিমান থেকে ছোড়া মিসাইলের আঘাতে বেলুনটি ক্ষতবিক্ষত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) চীনা বেলুনকে গুলি করে নামানোয় পেন্টাগনকে (Pentagon) অভিনন্দন জানিয়েছেন। এদিকে, বাইডেনের দেশের এহেন আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করছে চীন। প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকে। 

রবিবার সকালে বিবৃতি জারি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে বেজিং। চীনের (China) বিদেশমন্ত্রকের দাবি, সামান্য বেলুন (Spy Balloon) নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে আমেরিকা (US)। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে তাঁরা। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে চীনও। সূত্রের খবর, এদিকে এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন (China) সফর বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৬

শনিবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) নির্দেশে মার্কিন সেনা দুপুর ২টো ৩৯ মিনিট নাগাদ চীনা স্পাই বেলুনকে (Spy Balloon) মিসাইল ছুড়ে নামায়। ভার্জিনিয়ার ল্যাঙ্গলে এয়ার ফোর্স বেস থেকে একটি যুদ্ধবিমান এই মিসাইল ছোড়ে। এরপরই মার্কিন জলসীমার মধ্যেই আটলান্টিক সাগরে পড়ে বেলুনটি। জানা গিয়েছে, দক্ষিণ ক্যারোলিনা (South Carolina) থেকে ৬ মাইল দূরে, বেলুনটি আটলান্টিক সাগরে পড়েছে। এই বেলুনের কারণে কোনও সাধারণ মানুষের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগরে ওই বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজও শুরু করেছে তারা। বেলুনের অবশিষ্টাংশ খুঁজতে নামানো হয়েছে ডুবুরি।  

গত কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়ছিল চীনের (China) বেলুন। আমেরিকার (US) মন্টানা শহরে চীনের এই সন্দেহজনক বেলুন দেখা গিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের (Pentagon) অভিযোগ ছিল, ওই বেলুনের মাধ্যমে আমেরিকার সামরিক ঘাঁটি, অস্ত্রের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি মানতে নারাজ জিনপিং-এর দেশ। চীন (China) দাবি করে, নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক গবেষণার জন্য বেলুনটি ওড়ানো হয়েছিল। অনিচ্ছাকৃতভাবে হাওয়ার গতির সঙ্গে পথ পরিবর্তন করে আমেরিকার (US) আকাশে ঢুকে পড়ে বেলুনটি। এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বেজিং। পাশাপাশি তারা এ-ও জানায়, এই ভুল যাতে দ্বিতীয় বার না হয় সেই চেষ্টা করা হবে।  
 

RELATED ARTICLES

Most Popular