Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকNorth East America Weather: বিপর্যস্ত আমেরিকা, তাপমাত্রা মাইনাস ৪৬ ডিগ্রি

North East America Weather: বিপর্যস্ত আমেরিকা, তাপমাত্রা মাইনাস ৪৬ ডিগ্রি

Follow Us :

আমেরিকা: তুষার ঝড়ের দাপটে বিধ্বস্ত আমেরিকার (America) নিউইয়র্ক (New York) এবং নিউ ইংল্যান্ড (New England) এলাকার মোট ছ’টি প্রদেশ। তাপমাত্রা (Temperature) কমে দাঁড়িয়েছে মাইনাস ৪৬ ডিগ্রিতে। বোস্টনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বরফে চাদরে ঢেকে গিয়েছে একাধিক এলাকা। আমেরিকার সীমান্ত লাগোয়া কানাডার বেশ কয়েকটি প্রদেশের পরিস্থিতিও বেশ শোচনীয়।  

আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা (Temperature) আরও নামতে পারে। পরিস্থিতি এতটাই উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে যে বাধ্য হয়ে সাময়িক বন্ধ রাখতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। শুধু স্কুল নয়, বন্ধ রাখা হয়েছে মিউজিয়ামও। এমন ধরনের ঘটনা দেশে বিরল। ভেঙে দিতে পারে অতীতের সমস্ত শীতের রেকর্ডও। 

আরও পড়ুন: Pakistani Taliban: মসজিদে আত্মঘাতী হামলার বদলা, নিকেশ ২ তালিবান জঙ্গি 

শহরের মেয়র মিশেল উ জানান, পরিস্থিতি এতটা ভয়ানক যে  বোস্টনে জুরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেই শহরের ছয় লক্ষের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনার করা হচ্ছে। পাশাপাশি, তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বোস্টনের মেয়র।  

খুব প্রয়োজন ছাড়া ওই সব এলাকাবাসীদের বাড়ি থেকে বাইরে বেরোতে বারণ করছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ারের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ওয়াশিংটন ও তার পার্শ্ববর্তী এলাকায় গতকাল সন্ধ্যায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল মাইনাস ৭৯ ডিগ্রিতে। আমেরিকার পড়শি দেশ  কানাডার ইউরেকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪১ ডিগ্রি। 

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে ভয়ঙ্কর তুষারঝড়ে আমেরিকার একাধিক অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। আমেরিকার রাস্তায় বরফের আস্তরণ জমে যায়। কোথাও কোথাও তার উচ্চতা ছিল ৮ থেকে ১০ ফুট। বিপর্যস্ত হয়ে পড়েছিল সেই দেশের যোগাযোগ এবং পরিবহণ ব্যবস্থা।

RELATED ARTICLES

Most Popular