Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাCoal Scam: কয়লাকাণ্ডে দিল্লির ইডি দফতরে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া

Coal Scam: কয়লাকাণ্ডে দিল্লির ইডি দফতরে ডিসি সাউথ আকাশ মাঘারিয়া

Follow Us :

নয়াদিল্লি: কয়লাকাণ্ডে তলব ডিসি সাউথের আকাশ মাঘারিয়াকে। সোমবার দিল্লির ইডি দফতরে হাজিরা দিলেন তিনি। এর আগে আকাশ মাঘারিয়া পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন। ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতেই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আরও এক আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিং-কেও ২৮ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে।

গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। এদিকে, কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এর আগে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মোট ৮ জন আইপিএস অফিসারকে তলব করে ইডি। তাঁদের মধ্যে রয়েছেন, জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় ও কোটেশ্বর রাও। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন আকাশ মাঘারিয়া। এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে তলব করা হয় দিল্লির ইডি অফিসে। 

আরও পড়ুন: INTTUC Agitation: অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের দাবি মানল রাজ্য, কাজে যোগ দেওয়ার আর্জি পরিবহণমন্ত্রীর

ইডি সূত্রে খবর, পুরুলিয়ার সুপার থাকাকালীন কয়লা কাণ্ডে লালাকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই আইপিএস অফসার জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করেছে বলে সূত্রের খবর।

RELATED ARTICLES

Most Popular