Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাFrance: বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক ডেনমার্কের, বেলজিয়ামকে হারাল ডাচরা

France: বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক ডেনমার্কের, বেলজিয়ামকে হারাল ডাচরা

Follow Us :

বিশ্বকাপের মুখে বিশ্বচ্যাম্পিয়নদের হার। গতকাল, রবিবার রাতে উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে দিল ডেনমার্ক। চলতি নেশনস লিগে গ্রুপের খেলায় দু বারই ডেনমার্কের কাছে হারল ফ্রান্স। কাতার বিশ্বকাপে ফ্রান্স আর ডেনমার্ক একই গ্রুপে পড়েছে। তার আগে উয়েফা নেশনস লিগে এদিন ফরাসিদের জোড়া গোলে পরাস্ত করল ড্যানিশরা। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে ম্যাচের ৩৩ থেকে ৩৯ মিনিট ঝড় তুলে দুটো গোল করে কিলিয়ান এমবাপে-দের হারল ডেনমার্ক। ম্যাচের ৩৩ মিনিটে ক্যাসপার ডোলবার্গের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এরপর ৩৯ মিনিটে আন্দ্রেয়াস স্কোভ ওলসেনের গোলে ব্যবধান বাড়িয়ে জেতে ডেনমার্ক। চলতি নেশনস লিগে গ্রুপ A1- এখন শীর্ষে ক্রোয়েশিয়া (১৩ পয়েন্ট), দুইয়ে ডেনমার্ক (১২), তিনে ফ্রান্স (৫), আর সবার শেষে অস্ট্রিয়া (৪)।

আসন্ন ফুটবল বিশ্বকাপে আগামী ২৬ নভেম্বর কাতার বিশ্বকাপে গ্রুপে তাদের দ্বিতীয় ম্যাচে খেলবে ফ্রান্স-ডেনমার্ক। এই গ্রুপের বাকি দুটি দল হল তিউনেশিয়া ও অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-সিরিজ জয়ের পর কী বললেন রোহিত শর্মা

অন্যদিকে, উয়েফা নেশনস লিগে গ্রুপ A4-র ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারাল নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে ধরা হচ্ছে বেলিজয়ামকে। আর আমস্টারডাম এরিনায় বেলজিয়ামকে ম্যাচের ৭৩ মিনিটে ভান ডিকের গোলে হারাল ডাচরা। আসন্ন কাতার বিশ্বকাপে বেলজিয়ামের গ্রুপে আছে ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা। অন্যদিকে, ডাচদের গ্রুপে আছে আয়োজক দেশ কাতার, সেনেগাল, ইকুয়েডর।  

RELATED ARTICLES

Most Popular