Homeআন্তর্জাতিকDonald Trump: দক্ষিণ ক্যারোলিনা থেকে ২৪-এর প্রেসিডেন্ট নির্বাচন দৌড় শুরু করছেন ট্রাম্প

Donald Trump: দক্ষিণ ক্যারোলিনা থেকে ২৪-এর প্রেসিডেন্ট নির্বাচন দৌড় শুরু করছেন ট্রাম্প

Follow Us :

ওয়াশিংটন: আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন (2024 President Election in USA) হবে। এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Former President and Republican Party Candidate Donald Trump)। আগামী ২৮ জানুয়ারি দক্ষিণ ক্যারোলিনা (South Carolina) থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত তাঁর প্রচারাভিযান (Campaign) শুরু করতে চলেছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমের উপস্থিতিতে এই কথা ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যে দাঁড়াতে চলেছেন, তা গত নভেম্বরেই জানা গিয়েছিল। সেই ঘোষণার পর এই প্রথম প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জনসমক্ষে আসতে চলেছেন।      

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম (U.S. Senator Lindsey Graham) এবং গভর্নর হেনরি ম্যাকমাস্টার (Governor Henry McMaster) দক্ষিণ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির দুই অন্যতম পরিচিত মুখ। জানা গিয়েছে, তাঁরা ট্রাম্পের কর্মসূচিতে যোগ দিতে চলেছেন ২৮ জানুয়ারি। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সেদেশের রাজনৈতিক মহলে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সমর্থক হিসেবেই পরিচিত। ওই দিন কলম্বিয়ার স্টেট হাউসে (State House in Columbia) ট্রাম্পের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হবে। 

আরও পড়ুন: Oscar Priyanka RRR Joyland: ‘অস্কার’ মনোনয়ন ভোটপর্বে সঞ্চালক প্রিয়াঙ্কা কি জানালেন!  

দক্ষিণ ক্যারোলিনা হল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সমস্ত স্টেটগুলির (States) মধ্যে অন্যতম, যেখানে নির্বাচনের বছরগুলিতে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত মনোনয়ন প্রতিযোগিতা (Nominating Contests) অনুষ্ঠিত হয়। সেই কারণে এই স্টেটের গুরুত্ব আলাদা মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীদের (USA Presidential Candidates) কাছে। ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী (Democratic Candidates) বারাক ওবামাকে (Barack Obama) হারিয়ে ক্ষমতায় এসেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আইওয়া (Iowa), নিউ হ্যাম্পশায়ার (New Hampshire) এবং দক্ষিণ ক্যারোলিনা (South Carolina) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এক্ষেত্রেও। ২০২০ সালেও দক্ষিণ ক্যারোলিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ক্ষমতা বদলের ক্ষেত্রে। 

জো বাইডেনের (Joe Biden) সমর্থন সহ ২০২৪ সালের নির্বাচনে দক্ষিণ ক্যারোলিনাকে এবার বেশি গুরুত্ব দিচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি (Democratic Party)। ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টি দক্ষিণ ক্যারোলিনাকে প্রাথমিক টার্গেট (Primary Target) হিসেবে চিহ্নিত করে ফেলেছে। সেইসঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে আইওয়া’কেও। ডেমক্র্যাটিকদের আশা, তারাই আবার ক্ষমতায় ফিরে আসবে। উল্টোদিকে, রিপাবলিক পার্টি প্রথামাফিক পথেই হাঁটছে। তাদের গুরুত্বের তালিকায় প্রথমে আইওয়া, দ্বিতীয় স্থানে নিউ হ্যাম্পশায়ার এবং তৃতীয় স্থানে দক্ষিণ ক্যারোলিনা।  

RELATED ARTICLES

Most Popular