Placeholder canvas

Placeholder canvas
HomeদেশFacebook India: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক প্রধান অজিত মোহন

Facebook India: পদত্যাগ করলেন ভারতে ফেসবুক প্রধান অজিত মোহন

Follow Us :

পদত্যাগ করলেন ভারতে ফেসবুক তথা মেটার প্রধান অজিত মোহন। বৃহস্পতিবার মেটার তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। একইসঙ্গে ওই বিবৃতিতে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে ওই পদত্যাগের পিছনে কোনও প্রতিষ্ঠানগত সমস্যা নেই। কারণ সংস্থার বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, অন্য প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে অজিত মোহন মেটা থেকে পদত্যাগ করেছেন। বানিজ্যিক মহলে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে কোন সংস্থায় যোগ দিতে চলেছেন অজিত। অবশ্য সূত্রের খবর, মেটার প্রতিদ্বন্দ্বী সংস্থা স্ন্যাপ-এ যোগ দিতে পারেন অজিত মোহন। 

ওই বিষয়ে সংস্থার তরফে মেটার গ্লোবাল বিজ়নেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলসন বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছেন, অন্য একটি সংস্থায় সুযোগ পাওয়ায় অজিত মেটায় তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। সাড়ে তিন বছরের বেশি সময় ফেসবুকের সঙ্গে যুক্ত ছিলেন অজিত মোহন। ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারতে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় ৪ বছরের কাছাকাছি সংস্থার দায়িত্বে থাকার সময় শুধুমাত্র দেশ থেকে ২০ কোটির বেশি মানুষ মেটার দু’টি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়ে তাঁর কাজের মেয়াদ চার বছর শেষ হওয়ার দুই মাস আগে পদত্যাগ করলেন অজিত মোহন।

মেটায় যোগ দেওয়ার আগে স্টার ইন্ডিয়ার ভিডিয়ো স্ট্রিমিং পরিষেবা হটস্টারের সঙ্গে যুক্ত ছিলেন অজিত। ওই প্রতিষ্ঠানে চার বছর হটস্টারের সিইও হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। মেটা ছেড়ে তিনি স্ন্যাপ-এর শীর্ষস্থানীয় পদে যোগ দিতে চলেছেন বলে আপাতত সূত্রের খবর। অবশ্য ওই বিষয় সম্পর্কে কোনও তরফে স্পষ্ট করে কিছু জানান হয়নি।

 

RELATED ARTICLES

Most Popular